প্রতিটি সম্পর্ক মজবুত হয় তখনই যখন একে অপরকে সাপোর্ট করে। কথাতেই আছে, কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে। কিন্তু হাতের উপর যদি অপর হাতটি না পাওয়া যায় তাহলে জীবনের বাকি দিনগুলি কাটানো খুবই কষ্টকর হয়। তাই যদি দেখা যায় কোনও সম্পর্কে একে অপরকে সাহায্য করছে না তাহলে বুঝতে হবে সম্পর্কটা হয় তো পরিণতি পায়নি।
advertisement
প্রতিটি সম্পর্কে স্বাধীনতা ও পরিসর থাকা খুবই প্রয়োজন। প্রতিটি মানুষই চায় স্বাধীন ভাবে বাঁচতে। কিন্তু সেই সম্পর্কে একজন যদি অন্যজনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ তাহলে বুঝতে হবে সম্পর্কের বাঁধন বেশি দিন শক্ত থাকবে না। সম্পর্কের মধ্যে থাকা কেউ হয় তো কোনও কাজ করতে চায়। সেক্ষেত্রে অপরজন যদি তার উপর বিধিনিষেধ আরোপ করে তাহলে সত্যিই তা স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আর এটা হওয়া মানে সম্পর্ক সুখের নয়, কোথাও একটা বিষাক্ত জায়গায় পৌঁছেছে।
আরও পড়ুন : এই কারণগুলির জন্যই কি আপনার শারীরিক সম্পর্কের ইচ্ছে দিন দিন কমে যাচ্ছে?
প্রতিটি সম্পর্কে যৌনতা একটি স্বাভাবিক অংশ। কিন্তু যৌন সম্পর্ক স্থাপনে কেউ যদি দিনের পর দিন গররাজি থাকে তাহলে বুঝতে হবে সম্পর্কে ফাটল ধরছে। কখনও কখনও কারও যৌন সম্পর্ক স্থাপনে ইচ্ছা না-ও হতে পারে কিন্তু দিনের পর দিন সদিচ্ছা না থাকলে তা সম্পর্কে সমস্যা তৈরি করে, যা তিক্ত জায়গায় নিয়ে যায় ব্যাপারটাকে।
আরও পড়ুন : অন্তর্বাস পরে রাতে ঘুমোতে যাওয়া কি মহিলাদের শরীরের জন্য ক্ষতিকারক?
আরও পড়ুন : মাংসের মেটে পেলে আর কিছু চাই না? দেখুন শরীরের জন্য কতটা অপকারী মেটে
সম্পর্কে থাকা দু'টি মানুষের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ না থাকলে সেই সম্পর্ক খুব একটা ভাল থাকবে তা বলা সম্ভব নয়। হয় তো দু'জন ডিস্ট্যান্স রিলেশনশিপে রয়েছে। কিন্তু তাদের মধ্যে যোগাযোগ থাকাটা খুবই প্রয়োজন। দু'জনের মধ্যে যোগাযোগ যত ভাল হবে সম্পর্ক তত দৃঢ় হবে। তাই যোগাযোগ দেখেও বোঝা সম্ভব কোন সম্পর্ক কেমন রয়েছে!