TRENDING:

সব সময় এসিতে থাকেন ? হতে পারে এই সব সমস্যা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাপমাত্রা তো চড় চড় করে বাড়ছে ৷ আর গরম পড়তে না পড়তেই এসি মেশিনটা চালানো শুরু হয়ে গিয়েছে ৷ আবার যাঁদের বাড়িতে এসি নেই তাঁরাও এ বারের গরমে এসি কেনার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন ৷ গরম থেকে রেহাই পেতে কে না চায় বলুন তো ? কিন্তু জানেন কী এসি’র কয়েকটি ক্ষতিকারক দিকও রয়েছে-সেগুলি কী জানেন? না জানলে জেনে নিন-
advertisement

মাথা ব্যথা : এসি ঘরে থাকার সব থেকে বড় সাইড এফেক্ট মাথা ব্যথা ৷ দেখা গিয়েছে বহুক্ষণ এসি ঘরে থাকার পর মাথা ব্যথা আর মাইগ্রেনের ব্যথা অনেকেটাই বেড়ে যায় ৷

ডিহাইড্রেশন : দেখা গিয়েছে যে ব্যক্তিরা এসি রুমে থাকে তারা অনেক বেশি ডিহাইড্রেটেড থাকে ৷ আসলে এসি ঘরের মধ্যে থেকে সব আর্দ্রতা শুষে নেয় ৷ তাই দীর্ঘ সময় ধরে যদি এসি রুমে থাকার অভ্যাস থাকে তা হলে একটু বেশি জল পান করুন ৷

advertisement

সহজেই ক্লান্ত লাগা : ঘর বা অফিসের এসি এমনভাবে বানানো হয় যাতে শরীর ঠান্ডা হয় ৷ কিন্তু রিসার্চ বলছে যে সব বড়িতে বা অফিসে এসি চলে তারা সহজেই ক্লান্ত হয়ে পড়ে ৷

শ্বাস-প্রশ্বাস জনিত সিম্পটম বেড়ে যায় : চোখ‚ নাক‚ গলায় অসুবিধা হতে পারে‚ যেমন বন্ধ নাক‚ ড্রাই থ্রোট বা rhinitis হতে পারে বা চোখ দিয়ে জল পড়া ৷ রিসার্চ করে দেখা গিয়েছে যারা এসি ঘরে থেকেছে তাদের এই সব হওয়ার প্রবণতা অনেকেটাই বেড়ে গিয়েছে ৷ তাদের তুলনায় যারা খোলামেলা ঘরে থেকেছে তাদের এ সমস্যা অনেক কম ৷

advertisement

ড্রাই ইচি স্কিন : সাধারণত গরমকালে আমরা এসির ব্যবহার বেশি করি ৷ এই সময় সূর্যের এক্সপোজারও অনেক বেশি থাকে ৷ এর ফলে ত্বক রুক্ষ হয়ে যায় ৷ দেখা দিতে পারে চুলকানির সমস্যাও ৷ এটার একটা নামও আছে ‘ সিক বিল্ডিং সিন্ড্রোম ‘ ৷

অ্যাজমা আর অ্যালার্জি বেড়ে যেতে পারে : দীর্ঘ সময় এসি রুমে থাকলে অ্যাজমা আর অ্যালার্জি বেড়ে যেতে পারে ৷ দেখা গিয়েছে যে এসিগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না সেইরকম ঘরে থাকলে অ্যাজমা আর অ্যালার্জি হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায় ৷

advertisement

ড্রাই আইজ : দীর্ঘসময় এসি ঘরে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়, এর ফলে চোখ কড়কড় করবে বা চুলকোবে ৷ চোখ জ্বালাও করতে পারে ৷ অনেকের ক্ষেত্রে আবার দেখা গিয়েছে তারা অস্পষ্ট দেখছে ৷

সংক্রামক ব্যধি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় : যেহেতু দীর্ঘ সময় এসিতে থাকার ফলে নাকের প্যাসেজ ড্রাই হয়ে যায়‚ তার ফলে মিউকাস মেমব্রেনে ইরিটেশন হতে পারে বা মিউকাস শুকিয়ে যেতে পারে ৷ এর ফলে ভাইরাস সহজেই শরীরে প্রবেশ করতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সব সময় এসিতে থাকেন ? হতে পারে এই সব সমস্যা