এই অনুষ্ঠানে এমন এক অনবদ্য কালেকশন উন্মোচন করা হয়েছে, যেগুলির মধ্যে অনায়াসে ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক নান্দনিকতা এসে মিশেছে। ফ্যাশন বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এক্সক্লুসিভ স্টাইলিং সেশন, প্রিমিয়াম হাই-টি অভিজ্ঞতা, এবং শপার্স স্টপ-এর ব্ল্যাক কার্ড গ্রাহকদের জন্য একান্ত ভাবে আয়োজিত সেলিব্রিটি মিট-অ্যান্ড-গ্রিট উপভোগ করেছেন অতিথিরা। যে কালেকশন উন্মোচন করা হল, তার মধ্যে উৎসবের মূল ভাবের সঙ্গে সূক্ষ্ম কারিগরি, প্রাণবন্ত রং, ও রুচিশীল সিলুয়েট অন্তর্ভুক্ত হয়েছে।
advertisement
আরও পড়ুন: Jamai Sasthi 2025: গরমকাল তো পড়েই গেল! এ বছর জামাইষষ্ঠী কবে? নতুন শাশুড়ি মায়েরা জেনে নিন
এই উন্মোচন অনুষ্ঠান প্রসঙ্গে শপার্স স্টপ-এর কাস্টোমার কেয়ার অ্যাসোসিয়েট, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও বললেন, ‘ভারতে উৎসব মানেই হল আনন্দ উদযাপন, পরম্পরা পালন সেই সঙ্গে ফ্যাশনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার একটা সময়। আমাদের পয়লা বৈশাখ কালেকশন লঞ্চ করে আমরা আমাদের গ্রাহকদের জন্য ঐতিহ্য ও আধুনিকতার এক রুচিশীল মেলবন্ধন নিয়ে আসতে চেয়েছি। এই কালেকশনের মধ্যে শপার্স স্টপ-এর এই দায়বদ্ধতা প্রতিফলিত হয়েছে যে তারা এমন সব ট্রেন্ডসেটিং স্টাইল নিয়ে আসতে চায় যা উৎসবের প্রতিটি মুহূর্তকে উল্লেখযোগ্য ফ্যাশন স্টেটমেন্টে পরিণত করবে।’
এই কালেকশনে শপার্স স্টপ-এর দুটি অনবদ্য এথনিক স্টাইলকে সামনে আনা হয়েছে- কশিশ ও বন্দেয়া। এই দুটিই নিজেদের অনন্য উপায়ে পয়লা বৈশাখের মূল ভাবকে মূর্ত করেছে:
- কশিশ: শপার্স স্টপ-এর উইমেন এথনিক লাইনকে অনুপ্রাণিত করেছে। কশিশ হল সূক্ষ্ম ভাবে এমব্রয়ডারি করা অনসম্বল যা ভারতীয় উৎসবগুলির লালিত্য ও রুচিকে উদযাপন করে। পয়লা বৈশাখের পরম্পরাগত রঙে ডিজাইন করা প্রতিটি পোশাকে উৎসবের আনন্দ, প্রাণবন্ত রূপ ও সুরুচিকে ধরা হয়েছে এবং তার পাশাপাশি অনায়াস স্টাইলিংয়ের জন্য আধুনিক সিলুয়েটকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
- বন্দেয়া: শপার্স স্টপ-এর মেন’স লাইন হল ভারতের বৈচিত্রময় কারুশিল্প ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন। বন্দেয়া পেশ করছে আধুনিক এথনিক ও ইন্দো-ওয়েস্টার্ন অনসম্বলের এমন সম্ভার যা তৈরি করা হয়েছে স্টাইলিশ ও পরম্পরা প্রিয় পুরুষের জন্য। এই কালেকশনের রিচ টেক্সচার, সূক্ষ্ম ডিটেলিং, ও সমসাময়িক ফিটিং এই দিকটি নিশ্চিত করেছে যে পুরুষরা এমন পোশাক গায়ে দিয়ে পয়লা বৈশাখের মহৎ ভাবকে আপন করে নিতে পারবেন যা একই সঙ্গে চিরকালীন ও একেবারে আধুনিক ফ্যাশন।
আসন্ন উৎসবের মরসুমে পরম্পরা ও আধুনিক রুচির খাঁটি মেলবন্ধনকে বাড়িতে নিয়ে আসার জন্য কলকাতার ফ্যাশন আগ্রহীরা এবার শপার্স স্টপ-এর আউটলেটগুলোতে তাদের অনলাইন সাইটে গিয়ে কেনাকাটা করে অনবদ্য কালেকশনগুলি থেকে বেছে নিয়ে নিজের পছন্দের পোশাক কিনতে পারেন।