TRENDING:

Anant Ambani And Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার মেহেন্দিতে শ্লোকা পরলেন দিদিমার পুরোনো শাড়ি, গয়না! মেকআপেও কী রইল প্রাচীনত্বের ছোঁয়া?

Last Updated:

Anant Ambani And Radhika Merchant Wedding: মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ শাড়ির জমি জুড়ে ছিল অসাধারণ জরির কাজ ও পান পাতার মোটিভ৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা জাটিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং বর্তমানে বেশ কয়েকদিন যাবৎ সমগ্র দেশের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে৷  সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই আম্বানি পরিবার সহ তাবৎ সেলিব্রিটিরা নানা ফ্যাশনেবল পোশাকে ধরা দিচ্ছে৷
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷  (Images: Instagram)
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ (Images: Instagram)
advertisement

আরও পড়ুন: নিউইয়র্কে সময় কাটাচ্ছেন বলিউডের কিং খান ও মেয়ে সুহানা খানের, ভাইরাল ভিডিও

মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ শাড়ির জমি জুড়ে ছিল অসাধারণ জরির কাজ ও পান পাতার মোটিভ৷ তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিল হাফ স্লিভড এমব্রডয়রি করা ব্লাউজ ও সবুজ রঙের ওড়না৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা জাটিয়া৷

advertisement

আরও পড়ুন:‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

তবে শ্লোকার ঠাকুর মার ভিনটেজ গয়নাই ছিল সবচেয়ে আকর্ষণীয় ছিল৷ তার সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল ও টিকলি৷ পুরোনো দিনের গয়নাতে শ্লোকাকে অপূর্ব রাজকীয় সুন্দর লাগছিল৷ তাঁর মেক আপের বেস ছিল অনেকটাই হালকা৷ চোখে ছিল মোটা করে কাজল, ঠোঁটে নুড লিপস্টিক৷ চুল হালকা করে বাঁধা ছিল৷  চুলের কিছুটা অংশ কার্লস করে কাঁধের উপর ছাড়া ছিল৷

advertisement

এর আগে, স্টাইলিস্ট দিয়া মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠানে শ্লোকা আম্বানির জন্য ডিজাইন করেছিলেন, একটা উজ্জ্বল রঙের লেহঙ্গা৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা৷ সবুজ লেহঙ্গার জমি জুড়ে ছিল রেশম এমব্রয়ডারি, থ্রেড এবং সিকুইনের কাজ৷ নজর কাড়ছিল ফুলের নকশা।

এর সঙ্গে বেজ রঙের একটা ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন শ্লোকা৷ লাল ওড়নায় ছিল গোটা পট্টির বর্ডার ও জটিল থ্রেডওয়ার্কের কাজ৷ এই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন মানানাসই চুড়ি, মুক্তোর মাঙ্গ টিকা৷ সঙ্গে স্টেটমেন্ট কানের দুল৷ গলায় ছিল একটা মোটা চোকার নেকলেস।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গাজরা দিয়ে সাজানো হেয়ারস্টাইলে অপূর্ব লাগছিল আম্বানি পরিবারের জ্যেষ্ঠ পরিবারের পূত্রবধুকে। আগের দিনের আই মেকআপেও ছিল গাড় রঙের কাজল, হালকা রঙের আইশ্যাডো৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anant Ambani And Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার মেহেন্দিতে শ্লোকা পরলেন দিদিমার পুরোনো শাড়ি, গয়না! মেকআপেও কী রইল প্রাচীনত্বের ছোঁয়া?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল