আরও পড়ুন- নাকে বা পেটে চুমুর অর্থ কী জানেন? চুম্বন দিবসের আগে দেখে নিন চুমুর রকমফের
ভ্যালেন্টাইন্স ডে মানে আকাশে বাতাসে ভালোবাসার গন্ধ। সুতরাং আপনার সাজকেও হতে হবে মানানসই। হালকা অথচ নজরকাড়া মেকআপ (Valentine's Day Make Up) দরকার আপনার। প্রেমের দিনে লাল লিপস্টিক এবং স্মোকি আই অবধারিত। প্রেমের রঙ তো লাল, তাই গাঢ় লাল লিপস্টিকের নানান শেড (Valentine's Day Make Up) বেছে নিতে পারেন।
advertisement
লাল রঙের মজাটাই হল একাধিক শেডের মাধ্যমে নিজেকে সাজাতে পারেন। শুধুমাত্র ক্লাসিক লাল শেড নয় আপনার ত্বকের রঙ, পোশাক এবং আরও অনেক কিছুর সঙ্গে যায় এমন লাল লিপস্টিক (Valentine's Day Make Up) বেছে নিন ভ্যালেন্টাইন্স ডের সাজের জন্য।
আরও পড়ুন- আসছে ভালোবাসার দিন! কীভাবে বুঝবেন কেউ আপনার প্রতি বিশেষভাবে আকৃষ্ট কী না?
অ্যাপেল রেড
এই শেডের লিপস্টিক আপনাকে যে কোনও সাজেই অনন্য করে তুলবে। পিকনিক হোক বা ঘরোয়া পার্টি, মিনি ড্রেসের সঙ্গে এই শেডের লিপস্টিক পরতে পারেন।
ব্লাশ রেড
ব্লাশ রেড শেড এমন একটি চমৎকার রঙ যেটা ঠোঁটকে আরও মহময়ী করে তোলে।
মেরলট
রেড ওয়াইনের মতো লাল মেরলট ভীষণ সুন্দর একটি লিপস্টিকের রঙ। যদি রোম্যান্টিক ক্যান্ডেললাইট ডিনারে যেতে চান তবে আপনি এই শেডের লিপস্টিক পরতে পারেন।
রোজ রেড
যদি চান আপনার ঠোঁট থেকে আপনার সঙ্গীর নজরই না সরুক তাহলে এই রঙের লিপস্টিক পরতে পারেন চোখ বন্ধ করে। রোজ রেড লিপস্টিকের শেড যেকোনও পোশাকের সঙ্গেই মানানসই। যেকোনও সাজকেই জমকালো করে তুলতে পারে এই শেড।
ব্রিক রেড
ব্রিক রেড হল লাল এবং বাদামী রঙের মধ্যের শেড। যারা এখনও গাঢ় লাল রঙের লিপস্টিক নিয়ে স্বচ্ছন্দ নন তাদের জন্য এই ব্রিক রেড সেরা বিকল্প। ক্লাসিক বাদামী শেডের ছোঁয়াও রইল আবার প্রেমের লাল রঙেও ডুবতে পারবেন একইসঙ্গে৷
স্কারলেট
ঠোঁট যদি ভারী হয় তাহলে আপনি বেছে নিতে পারেন স্কারলেট লাল রঙের শেডের লিপস্টিক।
