পোশাকের ব্যাপারে ঠিকঠাক রং বাছুন ৷ সাদা পোশাক, কালো পোশাক একেবারেই নয় ৷ বরং উজ্জ্বল রংকে দিন গ্রিন সিগনাল ৷ কমলা, লাল, সবুজ, হলুদ সেলফির জন্য একেবারে ঠিকঠাক ৷
সুতির পোশাকের তুলনায় রেশমি পোশাক পরে সেলফি তুলুন ৷
সুতির কাপড় পরে সেলফি তুলতে হলে, ছবি তোলার সময় ক্যামেরাটা রাখুন একটু বেশি দূরে ৷ এ ব্যাপারে বেশি আলোতে দাঁড়িয়ে সেলফি তুলুন ৷
advertisement
ওয়েস্টার্ন পোশাক পরে সেলফি তোলার সময়, বসে না থেকে দাঁড়িয়ে তুলুন ছবি ৷ ভারতীয় পোশাকের ক্ষেত্রে একেবারে উলটোটি করুন ৷
বিয়ে বাড়িতে সেলফি তোলার সময়, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক দেখে নিন ৷ আপনার পোশাকের সঙ্গে যেন ব্যাকগ্রাউন্ড এক না হয়ে যায় ৷
ছেলেদের জন্য টি-শার্টে সেলফি তুলতে হলে কলারকে উঁচু করে দিন ৷ তাহলে সেলফি উঠবে কুল !
ফর্মাল পোশাকে সেলফি তোলার সময় ক্যামেরা রাখুন দূরে ৷ বেশি আলোতেই তুলুন সেলফি ৷