TRENDING:

সেলফি তুলবেন কোন পোশাকে ? জেনে নিন

Last Updated:

প্রবাদে আছে জো দিখতা হ্যায়, উহ বিখতা হ্যায় ৷ আর দেখার ব্যাপারটা একেবারেই আপনার হাতে ৷ হাত মানেই মোবাইল, আর মোবাইল মানেই সেলফি ৷ ক্যামেরা ধরলেন, ক্লিক করলেন, একটু হাসলেন উঠে গেল সেলফি ৷ তারপর বিস্তর ফোটোশপ, এডিটিং ৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপলোড করতেই প্রচুর লাইক ! কিন্তু জানেন কি? ভালো সেলফি তুলতে হলে, শুধু ক্যামেরা নয় আপনার পরনে থাকা চাই ঠিকঠাক পোশাকও !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রবাদে আছে জো দিখতা হ্যায়, উহ বিখতা হ্যায় ৷ আর দেখার ব্যাপারটা একেবারেই আপনার হাতে ৷ হাত মানেই মোবাইল, আর মোবাইল মানেই সেলফি ৷ ক্যামেরা ধরলেন, ক্লিক করলেন, একটু হাসলেন উঠে গেল সেলফি ৷ তারপর বিস্তর ফোটোশপ, এডিটিং ৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপলোড করতেই প্রচুর লাইক ! কিন্তু জানেন কি? ভালো সেলফি তুলতে হলে, শুধু ক্যামেরা নয় আপনার পরনে থাকা চাই ঠিকঠাক পোশাকও !
advertisement

পোশাকের ব্যাপারে ঠিকঠাক রং বাছুন ৷ সাদা পোশাক, কালো পোশাক একেবারেই নয় ৷ বরং উজ্জ্বল রংকে দিন গ্রিন সিগনাল ৷ কমলা, লাল, সবুজ, হলুদ সেলফির জন্য একেবারে ঠিকঠাক ৷

সুতির পোশাকের তুলনায় রেশমি পোশাক পরে সেলফি তুলুন ৷

সুতির কাপড় পরে সেলফি তুলতে হলে, ছবি তোলার সময় ক্যামেরাটা রাখুন একটু বেশি দূরে ৷ এ ব্যাপারে বেশি আলোতে দাঁড়িয়ে সেলফি তুলুন ৷

advertisement

ওয়েস্টার্ন পোশাক পরে সেলফি তোলার সময়, বসে না থেকে দাঁড়িয়ে তুলুন ছবি ৷ ভারতীয় পোশাকের ক্ষেত্রে একেবারে উলটোটি করুন ৷

বিয়ে বাড়িতে সেলফি তোলার সময়, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক দেখে নিন ৷ আপনার পোশাকের সঙ্গে যেন ব্যাকগ্রাউন্ড এক না হয়ে যায় ৷

ছেলেদের জন্য টি-শার্টে সেলফি তুলতে হলে কলারকে উঁচু করে দিন ৷ তাহলে সেলফি উঠবে কুল !

advertisement

ফর্মাল পোশাকে সেলফি তোলার সময় ক্যামেরা রাখুন দূরে ৷ বেশি আলোতেই তুলুন সেলফি ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সেলফি তুলবেন কোন পোশাকে ? জেনে নিন