TRENDING:

Healthy Lifestyle: এই কয়েকটি অভ্যাস চরম সর্বনাশ করছে পুরুষের যৌন উদ্দামতার, দেখুন বিশেষজ্ঞের মত

Last Updated:

আর সেই কারণেই বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় নির্দিষ্ট করেছেন, যেগুলির মাধ্যমে স্পষ্ট হবে যে ঠিক কী কারণে ইনফার্টিলিটতে ভুগছেন পুরুষরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যৌনতার পরেও সন্তান ধারণে বারংবার ব্যর্থতা, এমন কারণে দেশের বহু দম্পতিই ভুগছেন হতাশায়৷ সম্প্রতি একাধিক সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে৷ আর সেই কারণেই বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় নির্দিষ্ট করেছেন, যেগুলির মাধ্যমে স্পষ্ট হবে যে ঠিক কী কারণে ইনফার্টিলিটতে ভুগছেন পুরুষরা৷
advertisement

বিশৃঙ্খল জীবন

ক্রমাগত বিশৃঙ্খল জীবন যাপনের জন্য অনেকের ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হয়৷ আপনার দৈনিক কম পক্ষে ৩০ মিনিট শরীরচর্চা করতে হবে৷ সপ্তাহের পাঁচদিন এই শরীরচর্চা করা দরকার, তা হলে যৌনস্বাস্থ্য উন্নত হবে৷

নিজে ওষুধ না খাওয়া

নিজে নিজে, কোনও রোগের ওষুধ না খাওয়াই ভাল৷ যে কোনও ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার৷ কারণ, অনেক সময়েই ওষুধের নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া থাকে৷ তাই আগে থেকে এসব না জেনে ওষুধ খাওয়া উচিত নয়৷

advertisement

আরও পড়ুন: উত্তাল বিধানসভা! বড় দাবি নিয়ে শুভেন্দুর নেতৃত্ব বিজেপির বিক্ষোভ

আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের

অস্বাস্থ্যকর খাবার

আপনার যৌন ক্ষমতা শক্তিশালী রাখতে গেলে আপনাকে নিয়মিত ভাল খাবার খেতে হবে৷ নির্দিষ্ট সময়ের বাইরেও ক্রমাগত খাবার অভ্যাসও ছাড়তে হবে৷

advertisement

নিরাপত্তাহীন যৌনতা

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

যৌনতার অভ্যাসে আনতে হবে নিরাপত্তার দিকটিও৷ নিয়মিত নিরাপত্তাহীন যৌনতা যে কোনও মুহূর্তে আপনার শরীরে যৌন সংক্রামণ ব্যাধি আনতে পারে৷ সে দিক থেকে নিরাপদ থাকা একান্ত দরকার৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle: এই কয়েকটি অভ্যাস চরম সর্বনাশ করছে পুরুষের যৌন উদ্দামতার, দেখুন বিশেষজ্ঞের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল