TRENDING:

স্যানিটাইজার ছুঁড়তেই জ্বলে উঠলো বাইক ! কোনওমতে প্রাণে বাঁচলেন চালক ! দেখুন ভিডিও

Last Updated:

লকডাউনে বাইক না চলায়, এবং ইঞ্জিন গরম ও পুরনো হওয়াতেই এভাবে আগুন লেগে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশ জুড়ে এখন করোনা আতঙ্ক। চার দফার লকডাউন শেষ হয়ে গিয়েছে। এবার কিছুটা ছাড় দেওয়া হয়েছে সরকার থেকে। এই দীর্ঘ সময় মানুষ গৃহবন্দী হয়ে রয়েছে। অর্থনীতির হাল বেহাল হচ্ছে। এখনও করোনার সঠিক কোনও চিকিৎসা আবিষ্কার করা যায়নি। তবে এভাবে লকডাউনে গোটা দেশকে ফেলে রাখাও সম্ভব নয়। তাই কিছু কিছু ক্ষেত্রে ওপর দেওয়া হয়েছে ছাড়। তবে সব ক্ষেত্রেই মানতে হবে সর্তকতা। স্যানিটাইজ করতে হবে হাত। মাস্ক পড়তে হবে। বলতে গেলে এগুলো এখন জীবনের অতি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াচ্ছে।
advertisement

রাস্তা ঘাট স্যানিটাইজ তো চলছেই। সেই সঙ্গে অনেক জায়গায় পথ চলতি মানুষের গাড়িও স্যানিটাইজ করা হচ্ছে। আর এই স্যানিটাইজ করতে গিয়েই মুম্বইতে ঘটে গেল অঘটন। রাস্তায় বসে ছিলেন স্যানিটাইজ কর্মী। রাস্তা দিয়ে যাওয়া বাইক, সাইকেল, গাড়ি সব কিছুতেই তিনি পাইপ দিয়ে স্যানিটাইজার ছড়াচ্ছিলেন। আর তাতেই ঘটে গেল বিপদ। এক যুবক তাঁর বাইক নিয়ে এগোতেই, স্যানিটাইজার ছোঁড়া হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠলো তাঁর বাইক। কোনও মতে প্রাণে বাঁচলেন যুবক। বহুদিন বাইক না চলায়, এবং ইঞ্জিন গরম ও পুরনো হওয়াতেই এভাবে আগুন লেগে যায়। দেখুন সেই ভয়াবহ ভিডিও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
স্যানিটাইজার ছুঁড়তেই জ্বলে উঠলো বাইক ! কোনওমতে প্রাণে বাঁচলেন চালক ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল