TRENDING:

Room Heater: রুম হিটার জ্বালিয়ে ঘুমোন? ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন, যা বলছেন চিকিৎসক

Last Updated:

হিটার বা ব্লোয়ার ঠান্ডা থেকে বাঁচায়। কিন্তু এরা নিঃশব্দ ঘাতক। এমনটাই বলেছেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নরেশ কুমার পণ্ডিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নভেম্বর প্রায় শেষ। ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে। এই সময় অনেকেই ঘরে রুম হিটার বা গাড়িতে ব্লোয়ার ব্যবহার করেন। এগুলো ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। সামান্য ভুলচুক হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। হিটার বা ব্লোয়ার ঠান্ডা থেকে বাঁচায়। কিন্তু এরা নিঃশব্দ ঘাতক। এমনটাই বলেছেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নরেশ কুমার পণ্ডিত।
advertisement

লোকাল ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নরেশ কুমার পণ্ডিত বলেন, ‘শীতকালে অনেকেই বাড়িতে রুম হিটার এবং গাড়িতে ব্লোয়ার ব্যবহার করেন। এতে ঠান্ডার হাত থেকে বাঁচা যায় ঠিকই, কিন্তু এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। রুম হিটার এবং কার ব্লোয়ার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়, যা মারাত্মক। দীর্ঘক্ষণ চালিয়ে রাখলে মানুষের দমবন্ধ হয়ে যেতে পারে’।

advertisement

এর জন্য কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ডা. নরেশ পণ্ডিত। তাঁর কথায়, ‘রুম হিটার ব্যবহারের সময় ঘরের দরজা বা জানলা সামান্য খোলা রাখা উচিত। যাতে পর্যাপ্ত বায়ু চলাচল করতে পারে। গাড়ির ক্ষেত্রেও একই কাজ করতে হবে। ব্লোয়ার ব্যবহারের সময় জানলার কাচ সামান্য খুলে রাখা উচিত। ঘরের বা গাড়ির ভিতরের তাপমাত্রা আরামদায়ক হয়ে গেলে হিটার বন্ধ করে দিতে হবে’।

advertisement

হিটার হয়ে উঠতে পারে নীরব ঘাতক: সারারাত রুম হিটার চালিয়ে রেখে ঘুমানো উচিত নয়। এতে শরীরে খারাপ প্রভাব পড়ে। বিশেষ করে বাচ্চাদের উপরে। রুম হিটার থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস বর্ণ এবং গন্ধহীন। কিন্তু নীরব ঘাতক।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধির লক্ষণ: হিটার চালানোর কিছুক্ষণ পর যদি মাথা ঘোরে, মাথার যন্ত্রণা হয়, বমি বমি ভাব, পেট ব্যথা শুরু হয় বা শরীরে অন্য কোনও অস্বস্তি দেখা দেয় তাহলে বুঝতে হবে ঘর বা গাড়িতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছে। হঠাৎ ঘুম ঘুম ভাব বা চোখ বন্ধ হয়ে আসাও কার্বন মনোক্সাইড বৃদ্ধির অন্যতম লক্ষণ। এরকম পরিস্থিতিতে অবিলম্বে রুম হিটার বন্ধ করে ঘরের জানলা-দরজা খুলে দিতে হবে। ঘরে যাতে পর্যাপ্ত বাতাস ঢোকে তার ব্যবস্থা করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Room Heater: রুম হিটার জ্বালিয়ে ঘুমোন? ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন, যা বলছেন চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল