হরিয়ানার এক রেস্তরাঁর ১৯৮৫ সালের পুরনো একটি বিল নতুন করে ভাইরাল হয়েছিল। এর আগে ওই বিল ফেসবুকে শেয়ার করা হয়েছিল ২০১৩ সালে। আবার নতুন করে সামাজিক মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়েছে রেস্তরাঁর ৩৭ বছরের পুরনো এই বিল। ১৯৮৫ থেকে ২০২২ সালের ব্যবধানে খাবারের দামে আকাশপাতাল পরিবর্তনে হতবাক নেটিজেনরা।
আরও পড়ুন : পা ও পেটে এই লক্ষণগুলো রয়েছে? সাবধান না হলে ফ্যাটি লিভারে ভুগতে হবে
advertisement
ডাল মাখানি-সহ পঞ্জাবি রসুইয়ের আরও ডেলিকেসি আছে ওই তালিকায়। এক পাত্র শাহি পনিরের দাম সেখানে ৮ টাকা। ডাল মাখানির মূল্য ৫ টাকা। বুন্দি রায়তার দাম ৫ টাকা এবং ৯ টা রুটির দাম পড়েছে ৬ টাকা। ভূরিভোজের মোট খরচ ২৬ টাকা। সেখানে সার্ভিস চার্জ মাত্র ২ টাকা। গল্প হলেও এটাই সত্যি।
মানুষ এমনিতেই স্মৃতিবিলাসী। তার উপর যদি স্মৃতি যদি এত সুস্বাদু হয়, তাহলে তো আর কথাই নেই। ভাইরাল বিল নিয়ে নেটিজেনদের মন্তব্যেও অতীতযাপন। হারিয়ে যাওয়া দিন আর ফিরবে না বলে খেদোক্তিও করেছেন অনেকেই। দু’ দশকে দাম বেড়েছে ৪৫ গুণ। যেন এক শতকের মূল্যের তারতম্য ধরা পড়েছে সেখানে।
নেটিজেনদের কথায়, এই টাকা তো এখন রেস্তরাঁয় দেওয়া বখশিসকেও ছাপিয়ে যায়। এমনকি, এই টাকায় হাফ কেজি পেঁয়াজও মিলবে না এই সময়ে। আসলে অতীত ও ভবিষ্যতে যা বাস্তব ছিল বা হতে চলেছে, বর্তমানের প্রেক্ষিতে সেটাই স্বপ্ন। এটাই চলছে যুগ যুগ ধরে।