তাই খাঁটি বাঙালি জামাই ষষ্ঠীর দিন টুক করে ঢুঁ মেরে আসুন ইতালীয় স্বাদের আনাচে কানাচে । স্ন্যাক্স হোক বা ডিনার, জমে যেতে পারে ‘ঈগল বাইটস পিৎজা’র সঙ্গে । আজ, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে রেস্তোরাঁ । তবে লকডাউনের নিয়ম মেনে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে না । অর্ডার করতে হবে অনলাইনে ।
advertisement
২৪, সারদা পল্লী, ব্লক-ডি, টেগোর পার্ক, কলকাতা-৩৯ । এই ঠিকানায় রয়েছে জনপ্রিয় EAGLE BITES PIZZA । এখানে খেতে দু’জনের জন্য খরচ পড়বে ৮০০ থেকে ১০০০ টাকা মতো । জামাই ষষ্ঠী স্পেশ্যাল কম্বো অফারে থাকছে ভেজ ও নন-ভেজ দু’ধরনের অপশনই ।
নন-ভেজ কম্বোতে পাবেন- বিবিকিউ চিকেন পিৎজা (১০ ইঞ্চি), চিকেন কিমা গার্লিক ব্রেড (৪ পিস), কোক ৫০০ মিলি । ভেজ কম্বোতে পাবেন- ভেজ লভার্স পিৎজা (১০ ইঞ্চি), পেরি পেরি পনীর রোল, কোক- ৫০০ মিলি । নন-ভেজ কম্বোর দাম ৬৬৫ টাকা, ভেজ কম্বোর দাম ৫৬৫ টাকা ।
