স্বার্থপর হওয়া যাবে না
কোনও ভাবে নিজে স্বার্থপর হওয়া যাবে না। সব কিছু করার আগে প্রিয়জনের কথা ভাবনা-চিন্তা করতে হবে। নিজের ভালো হবে কিন্তু সঙ্গীর তাতে সমস্যা তৈরি হতে পারে- এই ধরনের কাজ বর্জন করতে হবে। ছোটখাটো কোনও বিষয় থেকে বড় কোনও ক্ষেত্রেও এই বিষয়টি মাথায় রাখতে হবে।
advertisement
সঙ্গী বা সঙ্গিনীকে সম্মান দিতে হবে
যে কোনও সম্পর্কে সম্মান থাকা বিশেষ প্রয়োজন। যে মানুষ অপরজনকে যতটা সম্মান দেবেন, বিপরীতে তার কাছ থেকে ততটা সম্মান আশা করতে পারেন। তাই কথা বলা থেকে শুরু করে সব কিছুতেই সঙ্গী বা সঙ্গিনীর প্রতি সম্মান প্রদর্শন করা কর্তব্য।
কেউ পারফেক্ট নয়
এই দুনিয়ায় কেউ পারফেক্ট নয়। এটা মাথায় রাখতে হবে। তাই সঙ্গী বা সঙ্গিনীর ভুল ধরা থেকে দূরে থাকতে হবে। কোনও ভুল করলে তা নিয়ে মনোমালিন্য করার থেকে সেই ভুল সংশোধন করে দেওয়া বেশি প্রয়োজন। পাশাপাশি সঙ্গী বা সঙ্গিনী ১০০ শতাংশ পারফেক্ট হবে এটা ভেবে নেওয়াও ঠিক নয়।
ধৈর্য ধরতে হবে
সঙ্গী বা সঙ্গিনীর কোনও কাজে বা কোনও বিষয়ে ধৈর্য হারালে চলবে না। দু'জনের মধ্যে কোনও সমস্যা তৈরি হলে তা নিয়ে দু'জনের মধ্যে আলোচনা করতে হবে। এবং ধৈর্য ধরে দেখতে হবে তার ফল কী হয়!
ভুল স্বীকার
নিজের ভুল অবশ্যই স্বীকার করতে হবে। অনেকেই এই কাজটি করতে পারেন না। কারণ অনেকে মনে করেন, নিজের ভুল স্বীকার করলে তাতে নিজেরই সম্মানহানি হয়। কিন্তু তা সম্পূর্ণ ভুল। যে কোনও সম্পর্ককে টিঁকিয়ে রাখতে নিজে কোনও ভুল করলে তা স্বীকার করা দরকার।