TRENDING:

রোজ যৌনসঙ্গমের কী ফল হয় জানেন?

Last Updated:

এমন আবহাওয়া যেন শারীরিক সম্পর্কে অনুঘটকের কাজ করে ৷ বারংবার যৌনতাতেও আসে না ক্লান্তি ৷ কিন্তু প্রশ্ন ওঠে রোজ যৌন সংসর্গ কী স্বাস্থ্যের পক্ষে ভাল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৃষ্টির রোমান্টিক ওয়েদার ৷ হালকা ঠান্ডা হাওয়ায় ফুরফুরে মেজাজ ৷ সঙ্গে চাই গরম গরম কফি আর মনের মতো সঙ্গী বা সঙ্গিনী ৷  লাগাতার বৃষ্টির সৌজন্যে নেই গরমের অত্যাচার ৷ এমন আবহাওয়ায় মনের সঙ্গে শরীরের মেজাজও ফুরফুরে ৷ পার্টনারের আরও কাছে আসতে নেই বাধা ৷ এমন আবহাওয়া যেন শারীরিক সম্পর্কে অনুঘটকের কাজ করে ৷ বারংবার যৌনতাতেও আসে না ক্লান্তি ৷ কিন্তু প্রশ্ন ওঠে রোজ যৌন সংসর্গ কী স্বাস্থ্যের পক্ষে ভাল?
advertisement

ডাক্তাররা বলছেন, যৌনতা সম্পর্কে অত্যন্ত জরুরি ৷ শুধু সম্পর্ক ঠিক রাখতে নয়, বরং শরীর সুস্থ রাখতে যৌনতার থেকে ভালো ওষুধ আর কিছুই হতে পারে না ! তাই দেশি-বিদেশি ডাক্তাররা বলছেন সেক্স করুন রোজ রোজ সেক্স করলে তার ফল খুবই ভালো !

ডাক্তাররা বলছেন নিয়মিত যৌনতায় লিপ্ত হলে হার্টের অসুখের সম্ভাবনা কমে যায় ৷ এতে রক্তচাপ সঠিক থাকে এবং হৃদপিন্ড সঠিকভাবে কাজ করতে থাকে ৷

advertisement

আরও পড়ুন 

Morning Sex ! গবেষণা বলছে গোটা দিন যাবে ভালো

শুধু তাই নয়, সঠিকমাত্রায় যৌনতৃপ্তি ক্যানসারের সম্ভাবনা একেবারেই কমিয়ে দেয় ৷ ডাক্তারদের কথায়, প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি অনেকটই কমে যায় নিয়মিত যৌনতায় লিপ্ত হলে ৷

অনিদ্রা বা কম ঘুমের অসুখে যারা ভুগছেন তাঁদের জন্য সুখবর ৷ ডাক্তাররা জানাচ্ছেন, সপ্তাহে অন্তত ৪ দিন যৌনতায় লিপ্ত হলে ঘুম নিয়ে যারা সমস্যায় ভুগছেন তা দূর হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

দীর্ঘদিন নিজের যৌবন ধরে রাখতেও যৌনতার থেকে আর ভালো কোনও ওষুধ নেই ৷ ডাক্তারদের কথায়, অতিরিক্ত মেদ ঝরাতে সেক্স সাহায্য করে ৷ এমনকী, যৌনতার সময় শরীর বৃদ্ধি হওয়া উত্তাপ শরীরকে সতেজ রাখতে সাহায্য করে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোজ যৌনসঙ্গমের কী ফল হয় জানেন?