TRENDING:

নিয়মিত এই ফলটি খান ! যৌন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পাবে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যৌনক্ষমতা বাড়াতে ভায়াগ্রা ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, হাতের কাছেই রয়েছে ভীষণ চেনা এমন একটা ফল, যা মুহূর্তে আপনার যৌন ক্ষমতা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে!
representative image
representative image
advertisement

ভাবছে তো কী সেই ফল? নামটা হল তরমুজ! চমকাবেন না! আটপৌড়ে এই ফল দেখতে আপাত নিরীহ হলেও, এর গুণ মারাত্মক! তরমুজ খেলে বিছানায় ঝড় তোলা বায়ে হাত কি খেল!

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন.কম-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস-এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। সিট্রুলিন নামক অ্যামিনো অ্যাসিডের স্বাভাবিক উৎস তরমুজ । এই সিট্রুলিনের রক্ত সঞ্চালন ও রক্তনালীর কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এখানেই শেষ নয়, তরমুজে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট অবসাদ দূর করে, ওজনও কমায়।

advertisement

ওই বিশ্ববিদ্যালয়ের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ইমপ্রুভমেন্ট সেন্টারের অধিকর্তা ভিনু পটেল ও তাঁর সহযোগীরা মিলে দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন এই বিষয়টি নিয়ে।

আরও পড়ুন-Sex-র ঠিক পরে আপনি কী করেন!

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/Relationship/
নিয়মিত এই ফলটি খান ! যৌন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পাবে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল