TRENDING:

Relationship: সঙ্গীর শারীরিক সম্পর্কে হঠাৎ অনীহা বা বেশি উৎসাহ, দুটোই কিন্তু ভয়ের! কেন এমন বলছেন গবেষকরা? পড়ুন

Last Updated:

আচমকাই আপনার সঙ্গী কিংবা সঙ্গিনীর ব্যবহারে খুব বদল এসেছে? খুব চেনা মানুষটাকেই ইদানীং অচেনা ঠেকে? কিছুতেই সব হিসেব মিলিয়ে উঠতে পারছেন না?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কথায় আছে, যা নিষিদ্ধ, তাই প্রসিদ্ধ! সেই কোন যুগ থেকে পরকীয়ার প্রতি মানুষের অদম্য আকর্ষণ! নারী-পুরুষ নির্বিশেষে এই মোহজালের প্রতি ছুটে চলেন! সাধারণত এই সম্পর্কের পরিণতি হয় না! উলটে অনেকগুলো  জীবন নষ্ট হয়। সংসার ভাঙে! সন্তানরা কষ্ট পায়! কিন্তু তাও বিবাহ বহির্ভূত সম্পর্কের হাতছানি এড়াতে পারেন না মানুষ!
advertisement

আচমকাই আপনার সঙ্গী কিংবা সঙ্গিনীর ব্যবহারে খুব বদল এসেছে? খুব চেনা মানুষটাকেই ইদানীং অচেনা ঠেকে? কিছুতেই সব হিসেব মিলিয়ে উঠতে পারছেন না? কী মনে হচ্ছে, তাঁর জীবনে নতুন কোনও মানুষ এসেছে? পরকীয়ায় লিপ্ত আপনার পার্টনার? যদি আপনার সঙ্গীর জীবনে তৃতীয় ব্যক্তি আসে, তবে তা সর্বপ্রথম আপনার জানা দরকার! অথচ সঙ্গী নিজের মুখে তা বলছেন না? একাধিক সমীক্ষার পর গবেষকরা বলছেন, সঙ্গীর মধ্যে এই লক্ষণগুলি দেখলে সাবধান হন। বুঝবেন, তাঁর জীবনে অন্য কেউ এসেছে।

advertisement

শারীরিক সম্পর্কে অনীহা বা বেশি উৎসাহ– ইদানীং কি আপনার সঙ্গীর আপনার সঙ্গে শারীরিক সম্পর্কে অনীহা? অন্য ঘরে শুচ্ছেন? আপনি সামান্য ছুঁলেও তিনি অস্বস্তিবোধ করেন? বিষয়টা কিন্তু গোলমেলে ! যৌনজীবনে পরিবর্তন একটা বড় বিষয়! যদি দেখেন পার্টনার রোজই শরীর খারাপ, মুড নেই বা ক্লান্তির অজুহাত দিয়ে যৌনতা এড়িয়ে যাচ্ছেন, তাহলে সাবধান হন! এর উলটোটা হলেও কিন্তু বিপদ! যদি দেখেন, সঙ্গী কিংবা সঙ্গিনী আচমকাই আপনার সঙ্গে যৌনমিলনে ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠেছে, তাহলেও ভাবার বিষয়! গবেষকরা বলেন, মানুষ অবচেতনের অপরাধবোধ এবং ভয় থেকেই এমনটা করেন! তাঁর ধারনা হয়, যৌনতায় বেশি আগ্রহ দেখালে উলটোদিকের মানুষটা ভাববে, সবকিছু ঠিকই আছে!

advertisement

ফোন গোপনে রাখছেন: আপনার সঙ্গী তাঁর ফোন আপনাকে ঘাঁটতে দেবে, এমনটা নয়! তাঁর ফোনের পাসওয়ার্ড আপনি জানবেন, এমনটাও না হতে পারে। কিন্তু যদি দেখেন, তিনি সবসময় ফোন হাতের মুঠোয় করে রাখছেন, কোনও ফোন বা মেসেজ এলেই আপনার থেকে দূরে চলে যাচ্ছেন, আপনি কোনও কারণে তাঁর ফোনে হাত দিলেই তিনি তা ছিনিয়ে নিচ্ছেন, কোনওভাবেই তাঁর ফোন আপনাকে ছুঁতেই দিচ্ছেন না, এবং এমনটা যদি বার বার হতে থাকে, তা হলে বুঝবেন কোথাও একটা অসঙ্গতি আছে।

advertisement

আপনার বিষয়ে উদাসীন– আপনার ভাললাগা-মন্দলাগা, আপনার কাজ-সাজপোশাক, আপনার শরীর-স্বাস্থ, কোনও বিষয়েই উৎসাহ নেই সঙ্গীর? উলটে বারবার আপনাকে অন্যদের সঙ্গে তুলনা করছেন? ভাবার বিষয় কিন্তু!

মিথ্যে বলছেন– সঙ্গী যদি আচমকাই ঘন ঘন মিথ্যে বলতে শুরু করেন, তা হলে ভাল লক্ষণ নয়। কথা বলুন! এমনটাও হতে পারে, তিনি হয়তো বড় কোনও বিপদে পড়েছেন

advertisement

ঘনঘন কাজে বাইরে যাওয়া– আগে থেকে কোনও প্ল্যানিং নেই, অথচ আচমকাই আপনার সঙ্গি কিংবা সঙ্গিনী বললেন, অফিসের কাজে বাইরে যেতে হবে। অথবা ইদানীং খুব ঘনঘন কাজের অজুহাত দিয়ে দেরীতে অফিস থেকে বাড়ি ফিরছেন, ফিরেই খুব ক্লান্ত হওয়ার ভাব দেখিয়ে নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নিচ্ছেন… বারংবার যদি এমনটা ঘটতে থাকে, সাবধান হন, আপনার পার্টনার নির্ঘাত অন্য কোথাও মন দিয়ে বসে আছেন।

কথা গোপন করা–যদি দেখেন সঙ্গী ছোটখাট-সাধারণ ব্যাপারও আপনার থেকে লোকাচ্ছেন তবে তাঁর পরকীয়ায় লিপ্ত থাকার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞদের দাবি, পরকীয়া করলে মানুষের মধ্যে অবচেতনেই অপরাধবোধ কাজ করে, এর থেকেই জন্ম নেয় গোপনীয়তা বা যে কোনও কিছু লুকিয়ে যাওয়ার প্রবণতা।

কোনও কিছু না জিজ্ঞেস করতেই ব্যাখ্যা দেওয়ার প্রবণতা–  যদি এমনটা করেন সঙ্গী, তবে অবশ্যই সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে! গবেষকরা বলছেন, অপরাধবোধ থেকে বা তিনি যে কোনও খারাপ কাজ করছেন না, তা প্রতিপন্ন করতেই এমনটা করে থাকেন একজন মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জীবনযাপনে পরিবর্তন– অনেকেই সাজতেগুজতে কিংবা নিজের খেয়াল রাখতে ভালবাসেন ঠিকই! কিন্তু আচমকা যদি দেখেন, অফিস যাওয়ার সময় এতদিন পর্যন্ত তিনি যে পোশাক পরতেন, তাতে দ্রুত বদল আসছে, মেক-আপেও প্রচুর পরিবর্তন, এককথায় নিজেকে ভিন্ন রূপে তুলে তরার চেষ্টা করছেন, তাহলে বুঝতে হবে তিনি অফিসের অন্য কারও পছন্দ দ্বারা প্রভাবিত হচ্ছেন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship: সঙ্গীর শারীরিক সম্পর্কে হঠাৎ অনীহা বা বেশি উৎসাহ, দুটোই কিন্তু ভয়ের! কেন এমন বলছেন গবেষকরা? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল