TRENDING:

Fathers Day: বাবাকে কী উপহার দেবেন ভাবছেন? তাহলে তো পড়তেই হবে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সত্যিই তো বাবা কে যে আপনি ভালোবাসেন তা বোঝানোর জন্য কি আলাদা করে দিন লাগে? মোটেই নয় ৷ ভাবছেন এ সব পাশ্চত্য থেকে চলে আসা ব্যবসার ফাঁদ ৷ কিন্তু একবার ভাবুন না, রোজের ব্যস্ততার মধ্যে দিয়ে যদি একটা দিন বাবার জন্য আলাদা করে সময় দেওয়ার হয়, তাহলে মন্দ কি? এভাবে ভাবলেই চলবে ৷ আর ভাবা মানেই সঙ্গে জব্বর প্ল্যানিং ! একটু আলাদা করে বাবা বলা ‘তুমিই সেরা ৷ তোমাকে প্রাণপণ ভালোবাসি !’
advertisement

দেখা গিয়েছে বাবা-রা কখনই মুখ ফুটে কিছু চায় না ৷ উল্টে নিজের সব কিছু উজাড় করে দেন সন্তানকে বড় করতে ৷ যে কোনও বিপদে আগলে রাখেন, যে কোনও ব্যাপারে এগিয়েও আসেন ৷ তাই সন্তান হয়ে আজকের দিনটাতে বাবাকে উপহার দিন এমন কিছু যাতে থাকবে ভালোবাসা, সম্মান মাখানো ৷

১) বাবা ঠিক কী পছন্দ করেন, তা অবশ্যই জানা রয়েছে আপনার ৷ তাই আজকের দিনটাতে বাবাকে সেই উপহারটাই দিন ৷

advertisement

২) হয়তো অনেক সময় ধরে বাবা কিছু একটা কেনার প্ল্যান করছে ৷ কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছে না ৷ আজকের দিনটা বাবার সঙ্গে সেটাই নিয়েই একটা সঠিক প্ল্যান করে ফেলুন ৷

৩) বাবাকে না জানিয়ে সারপ্রাইজ পার্টির প্ল্যান করুন ৷ আমন্ত্রণ করুন বাবার পুরনো বন্ধুদের ৷ এ ভাবে বাবাকে উপহার দিতে পারেন একটা ভালো সময় ৷

advertisement

৪) আজ না হয়, মা-বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন ৷ দিনটা কাটুক একেবারে নিজের মতো করে, সিনেমা দেখা হোক, রেস্তোরাঁতে খাওয়া-দাওয়া হোক, একদিন না হয় সংসার সংগ্রাম থেকে ছুটি নিন ৷

৫) গান শুনুন ৷ বাবাকে উপহার দিন তাঁর সবচেয়ে প্রিয় জিনিসটি ৷ ফিরিয়ে দিন তাঁর পুরনো হবি ৷

৬) আজকের দিনে মন খুলে কথা বলুন ৷ সবচেয়ে বড় হল সময় দিন তাঁদের ৷ এটাই তো তাঁরা সবচেয়ে বেশি চান সন্তানদের কাছ থেকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fathers Day: বাবাকে কী উপহার দেবেন ভাবছেন? তাহলে তো পড়তেই হবে