দেখা গিয়েছে বাবা-রা কখনই মুখ ফুটে কিছু চায় না ৷ উল্টে নিজের সব কিছু উজাড় করে দেন সন্তানকে বড় করতে ৷ যে কোনও বিপদে আগলে রাখেন, যে কোনও ব্যাপারে এগিয়েও আসেন ৷ তাই সন্তান হয়ে আজকের দিনটাতে বাবাকে উপহার দিন এমন কিছু যাতে থাকবে ভালোবাসা, সম্মান মাখানো ৷
১) বাবা ঠিক কী পছন্দ করেন, তা অবশ্যই জানা রয়েছে আপনার ৷ তাই আজকের দিনটাতে বাবাকে সেই উপহারটাই দিন ৷
advertisement
২) হয়তো অনেক সময় ধরে বাবা কিছু একটা কেনার প্ল্যান করছে ৷ কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছে না ৷ আজকের দিনটা বাবার সঙ্গে সেটাই নিয়েই একটা সঠিক প্ল্যান করে ফেলুন ৷
৩) বাবাকে না জানিয়ে সারপ্রাইজ পার্টির প্ল্যান করুন ৷ আমন্ত্রণ করুন বাবার পুরনো বন্ধুদের ৷ এ ভাবে বাবাকে উপহার দিতে পারেন একটা ভালো সময় ৷
৪) আজ না হয়, মা-বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন ৷ দিনটা কাটুক একেবারে নিজের মতো করে, সিনেমা দেখা হোক, রেস্তোরাঁতে খাওয়া-দাওয়া হোক, একদিন না হয় সংসার সংগ্রাম থেকে ছুটি নিন ৷
৫) গান শুনুন ৷ বাবাকে উপহার দিন তাঁর সবচেয়ে প্রিয় জিনিসটি ৷ ফিরিয়ে দিন তাঁর পুরনো হবি ৷
৬) আজকের দিনে মন খুলে কথা বলুন ৷ সবচেয়ে বড় হল সময় দিন তাঁদের ৷ এটাই তো তাঁরা সবচেয়ে বেশি চান সন্তানদের কাছ থেকে ৷