জাপানের এক বিজ্ঞানীর দল মঙ্গলের উল্কাপিন্ডে এমন এক জৈবিক পদার্থ পাওয়া গিয়েছে যাতে নাইট্রোজেনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ৷ এই বিশেষজ্ঞদের দলে রয়েছেন টোকিও ইন্ডাসট্রিজ অফ টেকনোলজির বিজ্ঞানী আন্সুকো কোবায়াশী ও জাপানি এরোস্পেস এক্সপোরেশন এজেন্সির ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড অ্যাস্টোনটিক্যাল সায়েন্সের বিজ্ঞানী মিজুহো কোএকে রয়েছেন ৷
advertisement
জানতে পারা গিয়েছে এই জৈব পদার্থ প্রায় ৪ বিলিয়ান (৪০০ কোটি) বছর পুরনো ৷ জানা গিয়েছে মাটির ভিতরে জৈবিক পদার্থ জলের সংমিশ্রণ থাকতে পারে ৷ ফলত সেই সময়ে মঙ্গলে প্রাণের স্পন্দনের এক সম্ভাবনা দেখা দিয়েছিল বলেই মনে করা হচ্ছে ৷ বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে একটি উল্কাপিন্ড আন্টার্কটিকায় পড়েছিল তার নাম হয়েছিল হিল্স এএলএইচ ৮৪০০১ (ALH 84001) নাম দেওয়া হয়েছিল ৷ এই উল্কাপিন্ড ১৯৮৪ সালে বৈজ্ঞানিকেরা পেয়েছিলেন ৷ তারপরে একাধিক সমীক্ষায় উঠেছে এমন সব তথ্য যে মঙ্গলের রং আগে হয়ত নীল ছিল যা এখন লাল হয়েছে ৷
