TRENDING:

তন্দুরি চিকেন না, পার্টিতে তাক লাগান তন্দুরি এগ বানিয়ে, রইল রেসিপি

Last Updated:

বছর শেষের বা বছর শুরুর পার্টি জমাতে ডিমের এই জিভের জল আনা পদ তুলনাহীন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুষ্টিকর খাবারগুলির মধ্যে অন্যতম হল ডিম। এটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই চুলের বিভিন্ন সমস্যা মেটাতেও খুব কার্যকরী। সুস্বাস্থ্যের জন্য ডাক্তাররাও ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তা ছাড়া, ছোট থেকে বড় সকলেই ডিম খেতে পছন্দ করে। দিনের যে কোনও সময়েই ডিম একেবারে হিট। ডিমের ভাজাভুজি, চপ, সেদ্ধ, ঝাল-ঝোল তো প্রায়ই খাওয়া পড়ে, কিন্তু কখনও তন্দুরি এগ খাওয়া হয়েছে কি? যদি উত্তর না হয়, তা হলে আজই বানিয়ে ফেলা যাক। এটি বানাতে বেশি সময়ও লাগে না, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে বছর শেষের বা বছর শুরুর পার্টি জমাতে ডিমের এই জিভের জল আনা পদ তুলনাহীন। দেখে নেওয়া যাক তন্দুরি এগ-এর রেসিপি।
advertisement

উপকরণ

(দু’জনের পরিবেশনের জন্য)

৪টি সেদ্ধ ডিম

লবণ (প্রয়োজন মতো)

১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো

১ টেবিল চামচ লেবুর রস

১/২ চা চামচ চাট মসলা

৪ টেবিল চামচ দই

১ চা চামচ তন্দুরি মশলা

২ টেবিল চামচ বেসন

১ টেবিল চামচ সরষের তেল

২ টেবিল চামচ ধনেপাতা

advertisement

তন্দুরি ডিম তৈরি করতে হবে কী ভাবে

প্রথম ধাপ

একটি পাত্রে ম্যারিনেট করার জন্য মসলা তৈরি করতে হবে। তার জন্য বেসন, দই, লেবুর রস, লাল মরিচ গুঁড়ো, তন্দুরি মশলা এবং লবণ মেশাতে হবে।

দ্বিতীয় ধাপ

সেদ্ধ ডিমগুলিকে অর্ধেক বা এক চতুর্থাংশে কেটে নিতে হবে। এরপর ম্যারিনেট করার জন্য বানানো পেস্ট দিয়ে ভাল ভাবে ঢেকে দিতে হবে।

advertisement

তৃতীয় ধাপ

একটি তন্দুর/গ্রিল প্যানে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে তাকে গরম হতে দিতে হবে। এখন প্যানে ম্যারিনেট করা ডিম যোগ করে এবং উভয় দিক থেকে সোনালি-বাদামি না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। চাইলে একটি ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিটের জন্য ডিম গ্রিলও করা যেতে পারে।

advertisement

চতুর্থ ধাপ

তন্দুরি ডিম প্রস্তুত হয়ে গেলে, কিছু চাট মশলা ছিটিয়ে উপরে ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করা যাবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
তন্দুরি চিকেন না, পার্টিতে তাক লাগান তন্দুরি এগ বানিয়ে, রইল রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল