TRENDING:

Success Story: অনটনে দিনমজুরি, ১৬ বারের ব্যর্থতা পেরিয়ে সরকারি চাকরি এল ৪১ বছর বয়সে

Last Updated:

Success Story: তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়মের : ১৯৯৯ সালে উত্তীর্ণ হয়েছিলেন দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়। তার পর থেকেই সরকারি চাকরি পাওয়ার জন্য প্রচেষ্টা করে গিয়েছেন। কিন্তু প্রতি বারই ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। কিন্তু তাতেও হার মানেননি। বরং ব্যর্থতাকেই সাফল্যের ভিত্তি করে এগিয়ে গিয়েছেন চরৈবেতি বলে। শেষ পর্যন্ত রাজস্থানের বাড়মেরের সনাওড়া গ্রামের বাসিন্দা বনোয়ারলাল মুন্ড ৪১ বছর বয়সে পৌঁছে পেলেন সরকারি চাকরি। তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।
তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা
তাঁর জীবনসংগ্রাম এখন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা
advertisement

পশ্চিম রাজস্থানের বাড়মের জেলাসদর থেকে ৩০ কিমি দূরে আছে সনাবড়া গ্রাম। সেই গ্রামের বাসিন্দা বনোয়ারলাল সম্প্রতি সরকারি চাকরি পেয়েছেন। এর আগে বহু বার তিনি চেষ্টা করেছেন। কিন্তু প্রতি বারই কিছু না কিছু নম্বর কম পেয়ে আটকে গিয়েছেন। ২০১০ সালে বিএড করার সময় মজুরির কাজও করেছেন। দিনমজুর হিসেবে কাজ করার সময়ও বজায় রেখে গিয়েছেন পড়াশোনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৯৯৯ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১০ বছর তিনি আর্থিক অনটনের জেরে পড়াশোনা করতে পারেননি। বিএড সম্পূর্ণ করেন ২০১০ সালে। এর পর ১৬ বার তিনি ব্যর্থ হয়েছেন সরকারি চাকরির পরীক্ষায়। কিন্তু প্রয়াসে হার মানেননি। অবশেষে প্রচেষ্টার ফল পেলেন তিনি। বহু প্রতীক্ষিত সরকারির চাকরি এ বার তাঁর হাতের মুঠোয়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: অনটনে দিনমজুরি, ১৬ বারের ব্যর্থতা পেরিয়ে সরকারি চাকরি এল ৪১ বছর বয়সে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল