পশ্চিম রাজস্থানের বাড়মের জেলাসদর থেকে ৩০ কিমি দূরে আছে সনাবড়া গ্রাম। সেই গ্রামের বাসিন্দা বনোয়ারলাল সম্প্রতি সরকারি চাকরি পেয়েছেন। এর আগে বহু বার তিনি চেষ্টা করেছেন। কিন্তু প্রতি বারই কিছু না কিছু নম্বর কম পেয়ে আটকে গিয়েছেন। ২০১০ সালে বিএড করার সময় মজুরির কাজও করেছেন। দিনমজুর হিসেবে কাজ করার সময়ও বজায় রেখে গিয়েছেন পড়াশোনা।
advertisement
১৯৯৯ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১০ বছর তিনি আর্থিক অনটনের জেরে পড়াশোনা করতে পারেননি। বিএড সম্পূর্ণ করেন ২০১০ সালে। এর পর ১৬ বার তিনি ব্যর্থ হয়েছেন সরকারি চাকরির পরীক্ষায়। কিন্তু প্রয়াসে হার মানেননি। অবশেষে প্রচেষ্টার ফল পেলেন তিনি। বহু প্রতীক্ষিত সরকারির চাকরি এ বার তাঁর হাতের মুঠোয়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 1:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: অনটনে দিনমজুরি, ১৬ বারের ব্যর্থতা পেরিয়ে সরকারি চাকরি এল ৪১ বছর বয়সে