এই প্রথমবার পুরুলিয়াতে গাছবাড়িতে রাত্রিযাপনের সুযোগ, যা পুরুলিয়া আসা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে চলেছে। পুরুলিয়ার বাঘমুন্ডির মাঠা বনাঞ্চলে তৈরি হয়েছে এই গাছ বাড়ি। একেবারেই নামমাত্র খরচে প্রকৃতির মাঝে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগ এর ডিএফও অঞ্জন বলেন , ‘‘পর্যটকদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল গাছ বাড়িতে থাকার। এবার সেটাই পূরণ হতে চলেছে। এই প্রথমবার পুরুলিয়ার মাঠা রেঞ্জে গাছবাড়িতে রাত্রি যাপনের সুযোগ। ৫০০ টাকা থেকেই গাছবাড়িতে থাকার সুযোগ মিলবে।’’
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই অঘ্রাণের পূর্ণিমা! করলা, উচ্ছে-সহ এই ৪ সবজি ভুলেও খাবেন না! অভাব, অসুখ ও অমঙ্গলে ছারখার সংসার!
বনবিভাগের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে এটির জন্য। এখন আপাতত দুটি গাছবাড়ি রয়েছে। আগামিদিনে গাছবাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। পুরুলিয়ায় এই প্রথমবার গাছ বাড়িতে থাকতে পারবেন পর্যটকেরা। পুরুলিয়ার পর্যটনে একেবারেই নয়া সংযোজন এই গাছবাড়ি। এর আগে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতে গাছ বাড়িতে থাকতে গেলে পর্যটকদের বিপুল টাকা খরচ করতে হত, কিন্তু এখন মাত্র ৫০০ টাকার বিনিময় পুরুলিয়াতে গাছবাড়িতে থাকতে পারবেন পর্যটকেরা।
এর জন্য wbsfda.wb.gov.in-এ গিয়ে অনলাইনে বুকিং করতে হবে। এবার পুরুলিয়া বেড়াতে আসার পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হবে এই গাছবাড়ি। বরাভূম স্টেশনে নেমে ছোট গাড়ি করে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে মাঠা বনাঞ্চলের এই গাছ বাড়িতে। এছাড়াও পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড থেকে বাঘমুন্ডিগামী বাস ধরেও মাঠা বনাঞ্চলের এই গাছ বাড়িতে যাওয়া যেতে পারে।