এই রসমালাই কেক বানাতে কী কী লাগবে আগে জেনে নিতে হবে! ময়দা-দেড় কাপ, কন্ডেন্সড মিল্ক-২০০ গ্রাম, মাখন-১০০ গ্রাম, বেকিং পাউডার-১ চা চামচ, বেকিং সোডা-আধ চা চামচ, ভ্যানিলা এসেন্স-১ চা চামচ, ভিনিগার-১ চা চামচ, গরম দুধ-১/৪ চা চামচ, নুন- সামান্য দুধ-১ লিটার,
রসমালাই ছানার জন্য কর্নফ্লাওয়ার-১ চা চামচ, লেবুর রস-২ টেবল চামচ, হোলমিল্ক-৩ কাপ,
advertisement
রাবড়ির জন্য চিনি-১/৪ কাপ, কন্ডেন্সড মিল্ক-২ টেবল চামচ, আমন্ড কুচি-২ টেবল চামচ, পেস্তা কুচি-২ টেবল চামচ, কাজু কুচি-২ টেবল চামচ, এলাচ গুঁড়ো-১ চা চামচ, দুধ-২ টেবল চামচ, কেশর-কয়েকটা,
স্ট্রান্ড ময়শ্চারাইজিং কেকের জন্য কন্ডেন্সড মিল্ক-২ টেবল চামচ, ঘন ক্রিম-২ কাপ, মিল্ক মশলা পাউডার-১ টেবল চামচ! এই সব জিনিস আগে এক জায়গায় রেডি রাখুন।
কীভাবে বানাবেন স্পঞ্জ কেক: বেকিং টিন তেল লাগিয়ে হালকা গ্রিজ করে নিয়ে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন৷ একটা বাটিতে মাখন গলিয়ে নিন৷ এর সঙ্গে কন্ডেন্সড মিল্ক দিয়ে ভাল করে ফেটিয়ে নিন৷ এবার ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন একসঙ্গে চেলে নিয়ে কন্ডেন্সড মিল্কের সঙ্গে মিশিয়ে নিন৷ একে একে ভিনিগার, ভ্যানিলা, দুধ মিশিয়ে মিহি করে মিশ্রণ তৈরি করে নিন৷ বেকিং টিন-এ ঢেলে ওভেনে ৩৫ মিনিট বেক করুন৷ ওভেন থেকে বের করে কেক ঠান্ডা করে রাখুন৷
আরও পড়ুন:
এবার বানান রসমালাই: একটা প্যানে দুধ ফোটাতে থাকুন৷ এর মধ্যে লেবুর রস দিয়ে ছানা কেটে নিন৷ পাতলা কাপড়ে মুড়ে ছানার জল ছেঁকে নিন৷ এবার ঠান্ডা জলে ছানা ধুয়ে অতিরিক্ত জল শুষে রাখুন৷ প্লেটে ঢেলে ৪-৫ মিনিট ধরে নরম করে ছানা মেখে নিন৷ ছানামাখায় আধ চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে আরও ২ মিনিট ভাল করে মেখে নিন৷ একটা প্যানে জল গরম করে চিনি দিয়ে ফুটিয়ে রস তৈরি করুন৷ ছানা থেকে গোল গোল বল তৈরি করে রসে ফেলে ১০-১২ মিনিট চড়া আঁচে ফোটান৷
রাবড়ি বানান এই ভাবে: দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিন৷ এর মধ্যে কুচনো বাদাম, চিনি, এলাচ গুঁড়ো, কেশ ও কন্ডেন্সড মিল্ক মিশিয়ে ঘন করে নিন৷ রসগোল্লা আর রাবড়ি দুটোই ঠান্ডা হয়ে গেলে রস থেকে রসগোল্লা তুলে রাবড়িতে দিলেই তৈরি হয়ে যাবে রসমালাই৷ মিল্ক মশালার সব উপকরণ এক সঙ্গে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে মিল্ক মশালা তৈরি করে নিন৷ একটা বাটিতে দুধ, কন্ডেন্সড মিল্ক ও মিল্ক মশালা পাউডার এক সঙ্গে মিশিয়ে নিন৷
আইসিং: একটা বাটিতে ঘন ক্রিম ও মিল্ক মশালা পাউডার এক সঙ্গে দিয়ে বিট করে ফ্লাফি করে নিন৷
রসমালাই কেক অ্যাসেমব্লিং: স্পঞ্জ আড়াআড়ি ভাবে দুটো লেয়ারে কেটে নিন৷ নীচের লেয়ারের ওপর ব্রাশ দিয়ে কন্ডেন্সড মিল্কের মিশ্রণ লাগান৷ এর ওপর রসমালাই দিন৷ তারওপর আইসিং-এর লেয়ার দিন৷ এর উপর কেকের অন্য লেয়ার দিয়ে বাকি রসমালাই ঢেলে পেস্তা কুচি ও কেশর ছড়িয়ে দিলেই তৈরি রসমালাই কেক৷