TRENDING:

Puja Recipes 2023: পুজোয় বানান চিতল মাছের কাবাব! মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে! জানুন সহজ রেসিপি!

Last Updated:

Puja Recipes 2023: খুব কম সময়ে বানাতে পারবেন এই কাবাব! জিভে লেগে থাকবে স্বাদ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব! পুজোর চারদিন ঠাকুর দেখা! মণ্ডপে আড্ডা, বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা! আর দারুণ দারুণ সব খাবার না হলে মন যেন ভরে না! আর সন্ধ্যের আড্ডায় মুচমুচে কিছু হলে তো আর কথাই নেই! চট জলদি পুজোতে বাড়িতে বানাতে পারেন দারুণ এই খাবার। সকলের মন জয় করতে দু-মিনিট সময়ও লাগবে না! চিতল মাছের কাবাব! আহা! পুজোর সন্ধেয় জিভে জল আনা এই কাবাব খুব সহজেই বানানো যায়!
photo source collected
photo source collected
advertisement

প্রথমেই জানতে হবে এই কাবাব বানাতে কী কী দরকার! ৪-৫ টুকরো চিতল মাছ, আধ কাপ টেবিল চামচ আদাবাটা, সিকি চা চামচ রসুন বাটা, আধ চা চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো, সিকি চা চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ পাতিলেবুর রস, ১ কাপ ব্রেড ক্র্যাম্ব, ডিম ১ টা, নুন স্বাদমতো আর ভাজার জন্য খানিকটা তেল। হাতের কাছে নিয়ে নিন সব উপকরণ!

advertisement

আরও পড়ুন: 

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এবার জানুন কীভাবে বানাবেন এই কাবাব! মাছ নুন দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিন। এরপর এই সেদ্ধ মাছ আদাবাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো আর লেবুর রস দিয়ে ভাল করে মেখে রাখুন। মিনিট ১৫ রাখতে হবে। এবার এই মশলা মাখা মাছ থেকে ছোট ছোট নাগেট, মানে লেচির মতো গড়ে নিন। এই নাগেটগুলো প্রথমে ময়দাতে গড়িয়ে তারপর ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্র্যাম্ব মাখিয়ে ছাকা তেলে ভেজে নিন। গরম গরম পছন্দসই ডিপ বা সসের সঙ্গে সার্ভ করুন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Recipes 2023: পুজোয় বানান চিতল মাছের কাবাব! মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে! জানুন সহজ রেসিপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল