অ্যাভয়েডেন্ট লাভার: এই ধরনের ব্যক্তি যে কোনও ধরনের দায়িত্ব ‘এড়িয়ে চলেন’। আপাতদৃষ্টিতে মনে হতে পারে তিনি বোধহয় খুব স্মার্ট, শান্ত, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু সত্যিটা হল দায়িত্ব নিতে ভয় পান। এঁরা একটা দূরত্ব রেখে প্রেম করেন। আর সেই দূরত্ব থেকেই ফাঁকা প্রতিশ্রুতির জন্ম নেয়।
ব্রেডক্রাম্বার: এরাও অনেকটা অ্যাভয়েডেন্ট লাভার-এর মতোই। অনেকে আবার উদ্বেগে ভোগেন। এঁরা এমনিতে আঁকড়ে থাকেন। সব মনোযোগ থাকে প্রেমিকার উপর। কিন্তু যখনই সম্পর্ক স্থিতিশীল জায়গায় পৌঁছবে তখনই সব মনোযোগ উধাও হয়ে যাবে। এটা আসলে নিজের উপর নির্ভরশীল করে তোলার হাতিয়ার।
advertisement
ভাল ছেলে: এঁরা অদ্ভুত প্রজাতির জীব। মনে করেন সব ভালোবাসা তাঁদেরই প্রাপ্য। এত পর্যন্ত তবু মেনে নেওয়া যায়। কিন্তু এঁদের দৃঢ় বিশ্বাস, প্রেম এবং যৌনতা হাত ধরাধরি করে চলে। এটা মারাত্মক। প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছোটাতে এঁরা ওস্তাদ। যা একসময় ঘৃণার জন্ম দেয়।
আত্মসম্মান কম: আত্মমর্যাদা না থাকাটা কোনও কাজের কথা নয়। সে পুরুষ হোক বা নারী। আত্মমর্যাদাহীন ব্যক্তি প্রেমিকাকে খুশি করতে সব ধরনের কৌশল অবলম্বন করতে পারেন। মাথায় রাখতে হবে যাঁর নিজের সম্পর্কেই উচ্চ ধারণা নেই তিনি অন্যকে কী সম্মান দেবেন?
মিথ্যাবাদী: অনেকেই চূড়ান্ত মিথ্যা কথা বলেন। সবসময়। বাড়িয়ে বলা, মিথ্যা বলা এঁদের অভ্যাস। এটা বেশ কিছু কারণে হয়। মানসিক কোনও কারণ এর মধ্যে অন্যতম। সম্পর্কেও এঁরা অবলীলায় মিথ্যা কথা বলেন। এভাবেই তাঁরা অন্যকে আকৃষ্ট করতে চান। এঁরা সব প্রতিশ্রুতি দেবেন। কারণ কোনও প্রতিশ্রুতি পূরণের দায় এঁদের নেই।