কয়েক মাস আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে দেখা গিয়েছে তাঁকে। উপাদানগুলো প্রত্যেকের রান্না ঘরেই পাওয়া যায়। অত্যন্ত সাধারণ। কিন্তু কাজ করে ম্যাজিকের মতো। এমনি এমনি কি আর এগুলোর উপর বিশ্বাস রেখেছেন প্রিয়াঙ্কা!
আরও পড়ুনঃ চুলে রঙ তো করেছেন, এগুলো মানছেন তো? না হলে মুঠো মুঠো চুল হাতে উঠে আসবে
advertisement
৩টি উপাদান। ২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ মধু এবং একটা ডিম। প্রিয়াঙ্কা প্রথমে একটা পাত্রে ডিম ফাটিয়ে নেন। তারপর ভাল করে ফেটাতে শুরু করেন। তুলতুলে ফ্লপি হওয়া পর্যন্ত হুইস্ক করেন ভাল করে। তারপর সেই পাত্রে দেন দই আর মধু। সবকটা উপাদান ভাল করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেন।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, সবকটা উপাদান ভাল করে মেশানো হয়ে গেলে মাথার ত্বকে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে পেস্টটা যেন চুলের গোড়া পর্যন্ত পৌঁছয়। লাগানো হয়ে গেলে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। যাতে পেস্টটা শুকিয়ে যায়। মাথার ত্বকে ভাল করে বসে। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুনঃ ত্বকের সমস্যায় জর্জরিত? ম্যাজিকের মতো কাজ করে 'এই' ৬ সুপারফুড, রইল তালিকা
দইয়ের উপকারিতা: দইতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এটা গোড়া মজবুত করে। চুল মসৃণ হয়। দই ঠান্ডা প্রকৃতির। তাই প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করে। মাথার ত্বকের মৃত কোষ পরিস্কার করে, খুশকির হাত থেকে বাঁচায়।
মধুর উপকারিতা: মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এতে ইমোলিয়েন্ট এবং হিউমেক্ট্যান্ট উভয় বৈশিষ্ট্যই রয়েছে, যা চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। শুধু তাই নয়, এর এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকের চুলকানি এবং ফুসকুড়ির মতো সমস্যাগুলিকে দূরে রাখতে সাহায্য করে।
ডিমের উপকারিতা: ক্ষতিগ্রস্ত চুলের নিরাময়ে ডিম ম্যাজিক প্রোডাক্ট। শুষ্ক চুলকে মজবুত করা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত চুলের ফলিকলের চিকিৎসা পর্যন্ত, চুলের সব সমস্যায় ডিম ওয়ান স্টপ সমাধান। এতে প্রোটিন এবং বায়োটিন রয়েছে, যা স্ট্রেসের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ডিমের একমাত্র নেতিবাচক দিক হল এর গন্ধ। চুলে অন্তত দুবার শ্যাম্পু করতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)