TRENDING:

সামনেই বিয়ে? চুল নিয়ে দুশ্চিন্তায়? এই কায়দায় যত্ন নিলেই কেল্লা ফতে!

Last Updated:

জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। ফলে হবু কনেদের দম ফেলার সময় পর্যন্ত নেই। সব থেকে বড় কথা হল, চুল নিয়েই মূলত ভাবনায় পড়েন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। ফলে হবু কনেদের দম ফেলার সময় পর্যন্ত নেই। সব থেকে বড় কথা হল, চুল নিয়েই মূলত ভাবনায় পড়েন তাঁরা। বিয়ের আগে নববধূদের চুলের যত্ন এবং স্টাইলিং সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কিছু পরামর্শ দিচ্ছেন কয়েকজন বিশেষজ্ঞ। দেখে নেওয়া যাক, কী বলছেন তাঁরা।
advertisement

চুলের ক্ষতি প্রতিরোধ

ভিজে চুল দুর্বল হয়:

অনেকেই হয় তো জানেন না যে, ভিজে চুল প্রায় ৪৩ শতাংশ মতো দুর্বল হয়ে যেতে পারে। চুল ভিজে থাকলে তা শুকিয়ে নিতে হবে। শুকনো তোয়ালে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তবে চুল মোছার সময় জোরে জোরে ঘষলে চলবে না। ভিজে চুল বাঁধা চলবে না। কারণ এই সময় চুল ভঙ্গুর হয়ে যায়। চুল ভাল রাখার জন্য হাতে সময় নিয়ে চুল মুছতে হবে।

advertisement

সরঞ্জামের কারণে চুলের ক্ষতি:

এই ধরনের ক্ষতির নানা রকম দিক রয়েছে। রুক্ষ ভাবে চুল আঁচড়ানো, তোয়ালে দিয়ে বলপ্রয়োগ করে চুল মোছা, চুলে বারবার হাত দেওয়ার কারণে চুলের ক্ষতি হতে পারে। এই বিষয়গুলি প্রতিরোধ করার দিকে লক্ষ্য রাখতে হবে।

অতিরিক্ত তাপ চুলের জন্য ক্ষতিকর:

স্টাইলিংয়ের সময় চুলের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে। বেশির ভাগ হেয়ার কেয়ার মেশিনেই তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। যাতে অতিরিক্ত তাপে চুলের ক্ষতি না-হয়, সে-দিকেও নজর দিতে হবে।

advertisement

আরও পড়ুন: পুরুষ বলে কি ত্বকের যত্ন নিতে নেই? শীতে এই ভুল করবেন না, রইল জেল্লা ফেরানোর উপায়

চুল শুকোনোর ক্ষেত্রে:

স্টাইলিংয়ের সঠিক ব্রাশ বাছাই

স্টাইলিংয়ের জন্য প্রি-ড্রাইং প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক স্টাইলিশ ব্রাশ বেছে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব থেকে ভাল হয় প্যাডেল ব্রাশ। দুর্দান্ত লুক এনে দিতে পারে। এই ব্রাশ লম্বা চুলের জন্য একেবারে উপযুক্ত।

advertisement

আরও পড়ুন: শুষ্ক ত্বকের হাত থেকে বাঁচতে কতক্ষণ স্নান করা উচিত? গরম জল না কি ঠান্ডা, জানুন

বড় ও মোটা দাঁতের চিরুনি:

স্টাইলিংয়ের আগে ভিজে অথবা শুকনো চুলের জট ছাড়ানোর জন্য বেছে নিতে হবে মোটা দাঁতের চিরুনি। আসলে এই ধরনের চিরুনির চুলের জট ছাড়ানোর ক্ষমতা অসাধারণ। বিশেষ করে কোঁকড়ানো চুলের জন্য এই চিরুনি খুবই ভাল।

advertisement

রাউন্ড ব্রাশ:

চুলের স্টাইলিংয়ের জন্য রাউন্ড ব্রাশও দুর্দান্ত। যাতে চুলের ল্যুজ ওয়েভ পারফেক্ট থাকে। আর সেই সঙ্গে চুলের ঘনত্বও বেশি হয় এবং চুলের গোড়াও মজবুত হয়।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সামনেই বিয়ে? চুল নিয়ে দুশ্চিন্তায়? এই কায়দায় যত্ন নিলেই কেল্লা ফতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল