TRENDING:

Pooja Recipe: দশমীতে মাস্ট গরম ভাত আর কচি পাঁঠার ঝোল, রইল রেসিপি

Last Updated:

গরম ভাত আর কচি পাঁঠার ঝোল! বেশ লাল-লাল রং-এর হবে ঝোল, থাকবে বড় বড় সাইজের আলু! খাদ্যরসিক বাঙালির এই পদটি ছাড়া মন ভরে না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরম ভাত আর কচি পাঁঠার ঝোল! বেশ লাল-লাল রং-এর হবে ঝোল, থাকবে বড় বড় সাইজের আলু! খাদ্যরসিক বাঙালির এই পদটি ছাড়া মন ভরে না! বলা চলে, বাঙালির মেনু সম্পূর্ণ হয় না এই পদটি ছাড়া। দশমীর দিন এই মাংসের ঝোল বাঙালি বাড়িতে মাস্ট! রইল রেসিপি
advertisement

কচি পাঁঠার ঝোল বানাতে লাগবে ৭৫০ গ্রাম মাংস, ৩টে মাঝারি (অর্ধেক করে কাটা) আলু, ১টা বড় (কুচনো) পেঁয়াজ, টম্যাটো ২টো মাঝারি (কুচনো), রসুন ৫ কোয়া (বাটা), আদা ২ ইঞ্চি(বাটা), দই ২ টেবল চামচ, ছোট এলাচ ৪টে, দারচিনি ১টা বড় কাঠি, ৩-৪টে লবঙ্গ, ২টো বড় তেজপাতা, দেড় চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো, দেড় চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ টেবল চামচ ঘি, পরিমাণ মত নুন ও তেল

advertisement

মাংস দই, নুন, অর্ধেক আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ৩-৪ ঘণ্টা মেখে রাখুন। কড়াইতে তেল গরম করে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। গন্ধ বার হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না পেঁয়াজ সোনালি হয়ে আসছে। এবার টম্যাটো কুচি মেশান। টম্যাটি নরম হয়ে এল মাংস ও আলু দিন। ভাজতে থাকুন যতক্ষণ না মাংসের রং বদলাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মাংস থেকে জল ছাড়তে শুরু করলে সবশুদ্ধ প্রেশার কুকারে ঢেলে, প্রয়োজন মত জল দিয়ে ১২-১৫টা হুইসল পর্যন্ত সিদ্ধ করুন। এরপর ৭-১০ মিনিট একদম কম আঁচে রাখুন। দেখে নিন মাংস নরম হয়েছে কী না। এবার আঁচ বন্ধ করে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pooja Recipe: দশমীতে মাস্ট গরম ভাত আর কচি পাঁঠার ঝোল, রইল রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল