TRENDING:

Poila Boishakh Special: বাংলার খাঁটি স্বাদের সঙ্গে দক্ষিণ ভারতের সমৃদ্ধ স্বাদের গাঁটছড়া, বৈশাখের আগমন উদযাপন করতে জনপ্রিয় এই রেস্তোরাঁয় শুরু হচ্ছে Thali Fest 2025

Last Updated:

Poila Boishakh Special Thali: একদিকে বাঙালিদের পয়লা বৈশাখ এবং অন্যদিকে দক্ষিণ ভারতের Vishu Baisakhi - উভয় পরব উদযাপন করার উদ্যোগ নিয়েছে কলকাতার জনপ্রিয় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ ট্যামারিন্ড। সেখানে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত Thali Fest 2025। ফলে বাংলার খাঁটি স্বাদের সঙ্গে দাক্ষিণাত্যের সমৃদ্ধ স্বাদের এক অপূর্ব মেলবন্ধন ঘটবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আসতে চলেছে বৈশাখ মাস। আর দেশের বিভিন্ন প্রান্তে বৈশাখের আগমনকে উদযাপন করা হয়। এদিকে বাঙালিরাও বরণ করে নেবে নববর্ষ বা নতুন বছরকে। আর অন্য দিকে এই সময় দক্ষিণ ভারত জুড়ে উদযাপিত হবে Vishu Baisakhi। ফলে একদিকে বাঙালিদের পয়লা বৈশাখ এবং অন্যদিকে দক্ষিণ ভারতের Vishu Baisakhi – উভয় পরব উদযাপন করার উদ্যোগ নিয়েছে কলকাতার জনপ্রিয় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ ট্যামারিন্ড। সেখানে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত Thali Fest 2025। ফলে বাংলার খাঁটি স্বাদের সঙ্গে দাক্ষিণাত্যের সমৃদ্ধ স্বাদের এক অপূর্ব মেলবন্ধন ঘটবে। আর অতিথিরা চেখে দেখতে পারবেন নিরামিষ এবং আমিষ – এই দুই রকম থালিই। দুপুর ১২টা থেকে রাত ১০ পর্যন্ত চলবে এই থালি ফেস্ট।
বৈশাখের আগমন উদযাপন করতে জনপ্রিয় এই রেস্তোরাঁয় শুরু হচ্ছে Thali Fest 2025
বৈশাখের আগমন উদযাপন করতে জনপ্রিয় এই রেস্তোরাঁয় শুরু হচ্ছে Thali Fest 2025
advertisement

আরও পড়ুন– সংস্কৃতি আর সুস্বাদের যুগলবন্দি, কলকাতার এই ‘হেরিটেজ বিল্ডিং’-এ জমজমাট এবার পয়লা বৈশাখের ভোজ

একেবারে গোড়া থেকেই উৎসবের আমেজ ধরে রাখতে একটি সিগনেচার ওয়েলকাম ড্রিঙ্কের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানাবে ট্যামারিন্ড। ডাবের জলের মধ্যে লেবুর রস, লেমন জেস্ট এবং মধু মিশিয়ে তৈরি এই ড্রিঙ্কে গলা ভেজালেই শরীরে আসবে সতেজতা। কারণ থালির মজা তো এখনও বাকি! কিন্তু কী কী থাকতে চলেছে এলাহি আয়োজনে?

advertisement

নন-ভেজ স্টার্টারের মধ্যে থাকবে ভেটকি তাওয়া ফ্রাই। বাঙালিদের পছন্দের ভেটকি মাছকে ম্যারিনেট করা হবে সর্ষে এবং কারি পাতার মতো দক্ষিণী মশলা দিয়ে। তারপর ক্রিস্পি করার জন্য প্যান-ফ্রাই করা হবে। ফলে বোঝাই যাচ্ছে, কতটা লোভনীয় হতে চলেছে এই পদ। এখানেই শেষ নয়, মুঘলাই-প্রেমীদের কথা মাথায় রেখে থাকছে চিকেন মালাই কাবাবও। আবার অন্য দিকে, নিরামিষের ক্ষেত্রেও রয়েছে স্টার্টারের ঢালাও ব্যবস্থা। এর মধ্যে অন্যতম হল উত্তর ভারতের প্রিয় হরা ভরা কাবাব। এর পাশাপাশি থাকবে মকাই মালাই শিকও।

advertisement

আরও পড়ুন– এ যেন স্বাদ আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন, পয়লা বৈশাখে খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে হলে আসতেই হবে শহরের এই সমস্ত হোটেলে

এ তো সবে শুরু! এখনও তো অনেক কিছু বাকি। মেন কোর্সে প্রথমেই থাকছে কাজু পোলাও। এটা অবশ্য আমিষ এবং নিরামিষভোজী উভয়েই চেখে দেখতে পারবেন। এর সঙ্গে পরিবেশিত হবে একটা টক-মিষ্টি আমবাত ডাল। দক্ষিণ ভারতীয় কায়দায় সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের এই ডাল রসনাতৃপ্তি করবে। এর পাশাপাশি থাকবে কেরলের জনপ্রিয় মালাবার পনীর। আর থাকছে তামিলনাড়ুর জনপ্রিয় চিংড়ি মাছের পদ সিগড়ি ভেল্লা কোর্মা।

advertisement

এখানেই শেষ নয়, ট্যামারিন্ডের উৎসবের বিশেষ আয়োজনে থাকছে ভুনা গোশত, ছানার কোফতা এবং কেরলের ক্লাসিক ভেজ স্ট্যু-ও। অন্যদিকে থাকছে বেনারসি আলুর দম এবং পঞ্জাবিদের পছন্দের স্টাফড কুলচাও। সঙ্গে কেরলের জনপ্রিয় আপ্পাম তো থাকতেই হবে! আর থালিতে এত কিছুর পাশাপাশি রাখা হয়েছে গ্রিন স্যালাডও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে শেষ পাতে কি মিষ্টি না হলে চলে! তাই থাকছে বাঙালিদের অত্যন্ত পছন্দের কাঁচা আমের চাটনি, পাঁপড় ভাজাও। এর পাশাপাশি বাঙালিদের মিষ্টি-প্রেমের কথা মাথায় রেখে মালপোয়ার সঙ্গে পরিবেশন করা হবে রাবড়িও। আর সব শেষে থাকবে ম্যাঙ্গো আইসক্রিম। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, থালি ফেস্টে এত কিছু খাবার মিলবে খুবই কম দামে। আমিষ মেন্যুর জন্য দিতে হবে মাত্র ৮৭৫ টাকা + ৫ শতাংশ জিএসটি। আর নিরামিষ মেন্যুর দাম মাত্র ৭২৫ টাকা + ৫ শতাংশ জিএসটি।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poila Boishakh Special: বাংলার খাঁটি স্বাদের সঙ্গে দক্ষিণ ভারতের সমৃদ্ধ স্বাদের গাঁটছড়া, বৈশাখের আগমন উদযাপন করতে জনপ্রিয় এই রেস্তোরাঁয় শুরু হচ্ছে Thali Fest 2025
Open in App
হোম
খবর
ফটো
লোকাল