১) রেশমের রুমাল দিয়ে চোখ বেঁধে দিন প্রিয়জনের । অনাবৃত শরীরে একে একে বুলিয়ে দিন পালক, বরফ, নরম দড়ি, সিল্ক, উল, নরম বল! দেখুন ক'টার সঠিক উত্তর দিতে পারে! যতগুলো ঠিক উত্তর, ততগুলো চুমু!
২) রং করার মতো ভাল স্ট্রেস বাস্টার খুব কমই আছে! 'লাক্সারি বাথ আইটেম' বিক্রি করে, এমন দোকানে পাবেন 'বডি পেইন্টস'। পাওয়া যায় ডার্ক চকোলেট ও মিল্ক চকোলেট ফ্লেভারেও। মিলনের আগে একে অপরের ক্যানভাস হলে ক্ষতি কী?
advertisement
৩) কথায় বলে, জিভেই সব আনন্দ! তা একদিন থেকে ঠিক! সঙ্গীর চোখ বেঁধে, একে একে খাওয়ান কনট্রাস্ট স্বাদের খাবার! যেমন প্রথমে চকোলেট মাখানো হালকা উষ্ণ ব্রাউনি, তারপরেই ঠান্ডা আইসক্রিম।
৪) হাতের প্রতিটি আঙুলে হুইপড ক্রিম মাখিয়ে ছুঁয়ে যান প্রিয়জনের ঠোঁটে! হালকা উষ্ণ টোম্যাটো স্যুপও কিন্তু সেক্স্যুয়াল চাহিদা বাড়াতে এক্সপার্ট!
৫) নগ্নতায় কোনও শিহরণ নেই! কাজেই, ধীরে ধীরে সঙ্গীকে নিরাভরণ করুন!
৬) মিলনের পর জল দিয়ে স্নান তো করবেনই! কাজেই, মিলনের সময় চকোলেট সিরাপের স্নানে মাতলে মন্দ কী? আর হ্যাঁ, সেক্সের পর, একসঙ্গে স্নান করা মাস্ট!
