TRENDING:

Pins and needles: হাতে, পায়ে ঝিঁঝি ধরে কেন? প্রতিকারই বা কী? এই লক্ষণ কি উদ্বেজনক?

Last Updated:

Pins and needles: বাংলায় ঝিঁঝি ধরাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘পিনস অ্যান্ড নিডলস’৷ অর্থাৎ ত্বকে অনেকগুলি পিন ও সূঁচ ফোটালে যেমন অনুভূতি হয়, সেটাই এই ঝিঁঝি ধরার সমস্যা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একটানা একই ভঙ্গিমায় বসে থাকলে আমাদের হাত বা পায়ের কোনও অংশ অসাড় হয়ে যায়৷ চলতি বাংলায় আমরা তাকে বলি ঝিঁঝি ধরা৷ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না৷ বাংলায় ঝিঁঝি ধরাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘পিনস অ্যান্ড নিডলস’৷ অর্থাৎ ত্বকে অনেকগুলি পিন ও সূঁচ ফোটালে যেমন অনুভূতি হয়, সেটাই এই ঝিঁঝি ধরার সমস্যা৷ আমাদের শরীরের অগণিত স্নায়ুর কোনও নির্দিষ্ট অংশে চাপ পড়লে সেখান থেকে মস্তিষ্কে তথ্য ঠিকভাবে পৌঁছতে পারে না৷ বিঘ্নিত হয় ওই অংশের রক্ত চলাচল৷তখনই অসাড়তা এসে ঝিঁঝি ধরার সমস্যা দেখা দেয়৷
Pins and needles
Pins and needles
advertisement

কী কী কারণে হয়-

সাধারণত বসা বা শোওয়ার ভঙ্গি এর জন্য দায়ী৷ হাত বা পায়ের নির্দিষ্ট কোনও অংশে চাপ পড়লে সেটি অবশ হয়ে যায়৷

আরও পড়ুন : গরমে ঘুম হচ্ছে না? মাথায় উকুনের জ্বালা? আপনার মুশকিল আসান এই উদ্বায়ী

জটিল ক্ষেত্রে-

উচ্চরক্তচাপ বা মধুমেহ রোগীদের ক্ষেত্রেও শরীরের কোনও অঙ্গ দীর্ঘ ক্ষণ অসাড় হয়ে থাকতে পারে৷

advertisement

মেরুদণ্ডে আঘাত লাগলে, হাতে পায়ে রক্ত সঞ্চালন কমে গেলে, শরীরের কোনও অংশে রক্তপ্রবাহ কমে মাংস পেশি অবশ হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয়৷

আরও পড়ুন : ব্রেস্টেও হয় অ্যাকনে, অস্বস্তিকর এই সমস্যার কারণ কী?

স্নায়ুতে আঘাত লাগলে, নিউরাইটিস হলে, নার্ভের অসুখ বা নিউরোপ্যাথি হলে, স্নায়ুতে কোনও ক্ষত থাকলেও দেখা দিতে পারে এই সমস্যা৷

advertisement

নির্দিষ্ট কোনও ওষুধের ব্যবহার, স্নায়ুতে অ্যালকোহলের প্রভাব, হৃদরোগ, থাইরয়েড গ্রন্থি নিষ্ক্রিয় হলেও এই সমস্যা অনুভূত হয়৷

আরও পড়ুন : ব্রেস্টেও হয় অ্যাকনে, অস্বস্তিকর এই সমস্যার কারণ কী?

ঝিঁঝি ধরার প্রথম অংশে কিছু ক্ষণের জন্য ত্বকে একটা অস্বস্তি হয়৷ এই পর্বকে বলা হয় কম্প্রেশন টিঙ্গলিং৷ দ্বিতীয় ধাপে ওই অংশ অসাড় হয়ে যায়৷ তৃতীয় ধাপকেই বলা হয় ‘পিনস অ্যান্ড নিডলস’৷ এ সময় মনে হয় যেন অসংখ্য সূঁচ বিদ্ধ করছে ওই অংশে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধুমাত্র একটানা একইরকম ভঙ্গির জন্য ঝিঁঝি ধরলে তা হাত বা পায়ের ভঙ্গি পাল্টে নিলে দ্রুত ঠিক হয়ে যায়৷ অনেক সময় পায়ের পাতায় ঝিঁঝি ধরলে আর একটি পা দিয়ে চাপলেও এই অসাড় অনুভূতি ঠিক হয়ে যায়৷ হাত বা পায়ের ভঙ্গি পাল্টে এই সমস্যা দ্রুত সেরে গেলে তা উদ্বেগজনক নয়৷ কিন্তু এই সমস্যা বার বার হলে, একই অঙ্গ বার বার আক্রান্ত হলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজনীয়৷ কারণ তখন এই অনুভূতি আর নিছক পিনস বা সূঁচ বিদ্ধ হওয়ার যন্ত্রণা নয়৷ এই সমস্যাকে তখন বলে দীর্ঘকালীন প্যারেস্থেসিয়া৷ অনেক সময় রোগের উপসর্গ, আবার অনেক সময় অসুখে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও ঝিঁঝি ধরা ফিরে আসে৷ জটিলতা এড়াতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pins and needles: হাতে, পায়ে ঝিঁঝি ধরে কেন? প্রতিকারই বা কী? এই লক্ষণ কি উদ্বেজনক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল