ডিসপোজেবল প্লেট ও গ্লাস
খাবার যতই লোভনীয় এবং জিভে জল আনা হোক না কেন, খাওয়ার জন্য প্লেট ও গ্লাস না থাকলে হবে না। প্রয়োজনীয় ডিসপোজেবল প্লেট ও গ্লাস সঙ্গে রাখুন। সেগুলি যেন গুণমানে ভাল হয়। চেষ্টা করুন পরিবেশবান্ধব উপাদানের তৈরি প্লেট যেন সঙ্গে নিতে পারেন।
আইসব্যাগ
advertisement
ঘরোয়া পিকনিকে কমলালেবু, আঙুর, আপেল, স্যান্ডউইচ নিয়ে যাওয়া হয়। সেগুলি অনেক ক্ষণ তাজা রাখার জন্য ব্যবহার করা হয় আইসবক্স। বরফ ভর্তি বাক্সেই দীর্ঘ ক্ষণ তাজা রাখা হয় খাবার। অ্যালকোহল, সফ্ট ড্রিঙ্কের জন্যেও আইস বক্স দরকার পিকনিকে।
ফোল্ডিং টেবল
ঘাসের উপর বসে খাওয়াদাওয়া করলে পোকামাকড়ের উপদ্রব থাকতে পারে। তাই বনভোজনে গেলে সঙ্গে রাখুন ফোল্ডিং বা পোর্টেবল টেবিল। মাছি বা অন্য পোকামাকড়ের থেকে খাবার ঢেকে রাখতে সঙ্গে রাখুন নেট।
আরও পড়ুন : আর দোকান থেকে কিনতে হবেনা! বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ধনেপাতার চপ! রইল রেসিপি
ওয়েস্ট ব্যাগ
এটা অত্যন্ত প্রয়োজনীয়। পিকনিকের হুল্লোড়ের পর অনেকেই সেই জায়গা নোংরা করে চলে আসেন। এখানে ওখানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ব্যবহৃত থালাবাসন। তাই সঙ্গে রাখুন ওয়েস্ট ব্যাগ। চড়ুইভাতির পর সব জঞ্জাল ভরুন সেই ব্যাগে। তার পর সেটি নির্দিষ্ট জায়গায় ফেলে বনভোজনের স্থান পরিচ্ছন্ন রাখুন।