TRENDING:

Picnic in Winter: শীতের ছুটিতে বনভোজন করবেন? সঙ্গে এই জিনিসগুলি নিতে ভুলবেন না

Last Updated:

Picnic in Winter: পিকনিক নির্বিঘ্নে সম্পন্ন করতে আরও কিছু জিনিসের দিকে খেয়াল রাখতেই হয়। সঙ্গে এগুলি না থাকলে পিকনিকের আনন্দ মাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেদিনের বনভোজন বা চড়ুইভাতি-ই আজকের পিকনিক। নাম পাল্টে গেলেও আনন্দের মাত্রা আছে একইরকম। বাড়ির বাইরে আউটডোরে কোথাও পিকনিক করলে তার ঠিকানা এবং খাবারের মেনু খুবই গুরুত্বপূর্ণ। পিকনিকে কারা যাচ্ছেন, তাঁদের বয়স এবং পছন্দের উপর নির্বর করেই স্থান ও খাবার ঠিক করা হয়। তবে এ দু’টি ছাড়াও পিকনিক নির্বিঘ্নে সম্পন্ন করতে আরও কিছু জিনিসের দিকে খেয়াল রাখতেই হয়। সঙ্গে এগুলি না থাকলে পিকনিকের আনন্দ মাটি।
আনন্দের মাত্রা আছে একইরকম
আনন্দের মাত্রা আছে একইরকম
advertisement

ডিসপোজেবল প্লেট ও গ্লাস

খাবার যতই লোভনীয় এবং জিভে জল আনা হোক না কেন, খাওয়ার জন্য প্লেট ও গ্লাস না থাকলে হবে না। প্রয়োজনীয় ডিসপোজেবল প্লেট ও গ্লাস সঙ্গে রাখুন। সেগুলি যেন গুণমানে ভাল হয়। চেষ্টা করুন পরিবেশবান্ধব উপাদানের তৈরি প্লেট যেন সঙ্গে নিতে পারেন।

আইসব্যাগ

advertisement

ঘরোয়া পিকনিকে কমলালেবু, আঙুর, আপেল, স্যান্ডউইচ নিয়ে যাওয়া হয়। সেগুলি অনেক ক্ষণ তাজা রাখার জন্য ব্যবহার করা হয় আইসবক্স। বরফ ভর্তি বাক্সেই দীর্ঘ ক্ষণ তাজা রাখা হয় খাবার। অ্যালকোহল, সফ্ট ড্রিঙ্কের জন্যেও আইস বক্স দরকার পিকনিকে।

ফোল্ডিং টেবল

advertisement

ঘাসের উপর বসে খাওয়াদাওয়া করলে পোকামাকড়ের উপদ্রব থাকতে পারে। তাই বনভোজনে গেলে সঙ্গে রাখুন ফোল্ডিং বা পোর্টেবল টেবিল। মাছি বা অন্য পোকামাকড়ের থেকে খাবার ঢেকে রাখতে সঙ্গে রাখুন নেট।

আরও পড়ুন : আর দোকান থেকে কিনতে হবেনা! বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ধনেপাতার চপ! রইল রেসিপি

advertisement

ওয়েস্ট ব্যাগ

সেরা ভিডিও

আরও দেখুন
এই স্কুলের কোনও ছাত্রী সেনার উচ্চপদে, কেউ আবার বিজ্ঞানী! ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা
আরও দেখুন

এটা অত্যন্ত প্রয়োজনীয়। পিকনিকের হুল্লোড়ের পর অনেকেই সেই জায়গা নোংরা করে চলে আসেন। এখানে ওখানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ব্যবহৃত থালাবাসন। তাই সঙ্গে রাখুন ওয়েস্ট ব্যাগ। চড়ুইভাতির পর সব জঞ্জাল ভরুন সেই ব্যাগে। তার পর সেটি নির্দিষ্ট জায়গায় ফেলে বনভোজনের স্থান পরিচ্ছন্ন রাখুন।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Picnic in Winter: শীতের ছুটিতে বনভোজন করবেন? সঙ্গে এই জিনিসগুলি নিতে ভুলবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল