TRENDING:

ফুলশয্যার খাটে অপেক্ষা করছে নববধূ, বরবেশে স্বামী মগ্ন কম্পিউটারে! তুমুল ভাইরাল ছবি

Last Updated:

‘‘একটু ধরে রাখো বেবি’’ লেখার সঙ্গে এই ছবিটা এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশও এখন এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।
advertisement

এই ভাইইরাল ছবি দেখে যেমন হেসে কুটিপাটি হয়ে গেলেন নেটিজেনরা । সম্প্রতি ট্যুইটারে পোস্ট হয়েছে ছবিটি । নিমেষেই সেটি সুপার ভাইরাল হয়ে যায় ।

advertisement

advertisement

advertisement

ছবিটি কোনও এক জনৈক ব্যক্তির ফুলশয্যার রাতের । ছবিটিতে দেখা যাচ্ছে, সাজানো ঘর, সেখানে ফুল দিয়ে সাজানো ফুলশয্যার খাট । ঘর আলো করে খাটের মধ্যিখানে বসে রয়েছেন নববিবাহিতা কনে । কিন্তু বরের সময় নেই তাঁর কাছে যাওয়ার । কম্পিউটারে তখনও কাজ করছেন তিনি । অন্যদিকে, নববধূ অপেক্ষা করছেন বরের জন্য ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

এই ছবি দেখে নানারকম রঙ্গ-রসিকতা শুরু করেছেন নেটনাগরিকরা । ‘‘একটু ধরে রাখো বেবি’’ লেখার সঙ্গে এই ছবিটা এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফুলশয্যার খাটে অপেক্ষা করছে নববধূ, বরবেশে স্বামী মগ্ন কম্পিউটারে! তুমুল ভাইরাল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল