গরমে ঠিক কী করবেন কুকুরদের জন্য:
১) রোজ এক প্লেট দই খেতে দিন।
২) পোষ্যের মেঝেতে বসার জায়গায় ভেজা তোয়ালে বা কাপড় বিছিয়ে দিন।
৩) যারা স্পিৎজ, লাসা জাতীয় কুকধর পোষেন তারা একটু বেশি সর্তক থাকুন। গায়ের লোম একদম ছোট করে কেটে দিন।
৪)বেশি লোম আছে যে সব কুকুরের তাদের বেশির ভাগ সময় এসি ঘরে রাখুন।
advertisement
আরও পড়ুন: সঙ্গমের পরেই কি শরীর ছেড়ে উঠে যান সঙ্গী? জানেন কিসের ইঙ্গিত
কী করবেন না:
১) নাকের ফুটো তুলনামুলক ছোট এমন কুকুর বা পোষ্যদের গরম বেশি। এদের দিনের বেলা ঘরের বাইরে বের করবেন না।
২) সিলিং ফ্যান চালালে হবে না। এদের গরম দূর করতে এসি চালাতেই হবে।
৩) রোজ স্নান করাবেন না। লোমের গোড়ায় যদি জল থেকে যায়, তবে ছত্রাক হতে পারে। যা থেকে রোগ হতে পারে। সপ্তাহে দু'দিনের বেশি স্নান করাবেন না।
৪) এসি ঘর থেকে বের করেই রোদে নিয়ে যাবেন না।
এবার আপনার পোষ্য যদি বিড়াল হয়। কী করবেন এই গরমে:
১) পার্সিয়ান ক্যাট জাতীয় লোমশ বিড়ালদের সব সময় এই গরমে এসি ঘরেই রাখুন।
২) খাবার জলের মধ্যে রোজ ইলেকট্রল বা গ্লুকন-ডি মিশিয়ে দিন।
৩)অতিরিক্ত গরমে বিড়ালের সানবার্ন হয়। বিড়ালের কানে ও নাকে সানস্ক্রিন লাগান। পাওয়া যায় ওদের জন্য।
কী করবেন না:
১) বারবার স্নান করাবেন না। লোম না শুকোলে ছত্রাক থেকে সংক্রমণ হতে পারে।
২) বিড়াল খেতে না চাইলে জোর করবেন না।
৩) বিড়ালকে নিয়ে এই সময় বাইরে যাবেন না।
৪) গায়ে যেন পোকা না হয় সেদিকে খেয়াল রাখবেন।