TRENDING:

Perseid Meteor Shower : মধ্যরাতের পর থেকে আকাশে অপার্থিব মহাজাগতিক দৃশ্য, এ সুযোগ হারাবেন না

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আকাশে যাঁরা চোখ রাখতে ভালবাসেন, তাঁদের জন্য সুখবর ৷ ১১ থেকে ১৩ অগাস্ট অপেক্ষা করে আছে মহাজাগতিক দৃশ্য ৷
advertisement

এই তিন দিন ধরে চলবে উল্কাবৃষ্টি ৷ সবেথেকে সেরা উল্কাপাত দেখা যাবে ১২ অগাস্ট, বৃহস্পতিবার ৷ অপার্থিব এই বর্ষণের নেপথ্যে আছে পার্সেইড উল্কা ৷ উত্তর আকাশে পার্সিয়াস নক্ষত্রপুঞ্জ থেকেই জন্ম তার ৷

মহাকাশবিজ্ঞানীদের ধারণা, এই নক্ষত্রপুঞ্জ আসলে দৈত্যাকার ধুমকেতু ১০৯পি সুইফ্ট টাটল-এর ধ্বংসাবশেষ ৷ প্রতি বছর ১৭ থেকে ২৪ অগাস্ট, সময়পর্বে ওই ধুমকেতুর কক্ষপথের কাছ দিয়ে সূর্যকে পরিক্রমণ করে পৃথিবী ৷

advertisement

এই সময়পর্বের বেশ কিছু আগে থেকেই পৃথিবীর বায়ুমণ্ডলে ওই ধুমকেতুর বিভিন্ন অংশ প্রবেশ করতে থাকে ৷ তাদের গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার মাইল অথবা প্রতি সেকেন্ডে ৩৭ মাইল ৷

উত্তর ও উত্তর পূর্ব আকাশ জুড়ে দেখা যাবে উল্কাগুলি ৷ সুইফ্ট টার্টলের ফেলে যাওয়া ছোট ছোট টুকরো পৃথিবীর আকর্ষণে ছুটে আসে ৷ বায়ুমণ্ডলের সঙ্গে প্রচণ্ড ঘর্ষণে তারা জ্বলে ওঠে ৷ সেগুলোই আমাদের কাছে উল্কা ৷

advertisement

উত্তর গোলার্ধ থেকে এই উল্কাবর্ষণ খুব ভাল করে দেখা যায় ৷ আবহাওয়া পরিষ্কার থাকলে ভারত থেকেও এই উল্কাপাত পরিষ্কার দেখতে পাওয়া যাবে ৷ তবে শহরাঞ্চল থেকে নয়, দেখার জন্য যেতে হবে দূষণমুক্ত অঞ্চলে ৷

আকাশ মেঘমুক্ত থাকলে মাঝরাত থেকে ভোর অবধি খালি চোখেই উল্কাবৃষ্টি দেখা যাবে ৷ তবে সেরা সময় হল ১২ অগাস্ট মধ্যরাতের পর থেকে কাকভোরে, যাকে বলা হয় ব্রাহ্মমুহূর্ত ৷ চারপাশে অন্ধকার যত নিকষ তত ভাল দেখা যাবে উল্কাবৃষ্টি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোনও কারণে আকাশে উল্কাদর্শন মিস করলে চিন্তা করার কিছু নেই ৷ দেখে নিতে পারেন নাসা-র দেওয়া https://go.nasa.gov/3lVdz5g লিঙ্কে ক্লিক করেও ৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ফেসবুক পেজে দেওয়া https://www.facebook.com/NasaMeteorWatch/ লিঙ্কেও দেখতে পারেন এই মহাজাগতিক বর্ষণ ৷  (ছবি সৌজন্য--নাসা )

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Perseid Meteor Shower : মধ্যরাতের পর থেকে আকাশে অপার্থিব মহাজাগতিক দৃশ্য, এ সুযোগ হারাবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল