মেষ রাশি
এই রাশির জাতিকারা সোনা বা তামার উপর পাথর বসানো দুল পরুন। এই বিশেষ দুল পরুন মঙ্গলবার। কারণ এই রাশির অধিপতি মঙ্গল।
বৃষ রাশি
এই রাশি মহিলারা রুপোর দুল পরুন। হিরে বসানো রুপোর দুলও শুভ। শুক্রবার এই দুল পরলে সবথেকে সেরা ফল লাভ করা যাবে। এই রাশির অধিপতি শুক্র। শুভ ধাতু রুপো এবং পবিত্র রত্ন হল হিরে।
advertisement
মিথুন ও কন্যা রাশি
এই রাশির অধিপতি বুধ। পবিত্র ধাতু ব্রোঞ্জ। সক্রিয় রত্নরাশি হল পান্না। সপ্তাহের বুধবার এই দুল তাঁদের পরতে হবে। পান্না বসানো ব্রোঞ্জের দুল তাঁদের জন্য শুভ। কন্যারাশির জন্যও এই একই নিয়ম প্রযোজ্য।
কর্কট রাশি
পবিত্র ধাতু হল রুপো। শুভ রত্ন মুক্তো। সোমবার যদি মুক্তো বসানো রুপোর গয়না পরা যায়, তাহলে শুভ এই রাশির জাতিকাদের জন্য। সোনা, পিতলের গয়নাও তাঁদের জন্য শুভ। রাশির অধিপতি হল চাঁদ।
সিংহ রাশি
এই রাশির অধিপতি সূর্য। সপ্তাহের রবিবার পিতল ও সোনার দুল তাঁদের পরতে হবে শুভ ফল পেতে। যদি চুনী বসানো থাকে দুলে, তাহলে আরও শুভ লাভ হবে।
তুলা রাশি
এই রাশির অধিপতি শুক্র। প্রতি শুক্রবার পরুন রুপো এবং হিরের দুল। এতেই শুভ ফল লাভ করা যাবে বলে মনে করা হয়। রুপোর পাশাপাশি পরা যাবে সোনার দুলও।
আরও পড়ুন : ডিম খেলে কি ত্বকে ব্রণ হয়? জানুন পুষ্টিবিদের মত
বৃশ্চিক রাশি
রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতিকাদের জন্য সোনা ও তামা শুভ। প্রতি সপ্তাহের মঙ্গলবার এই ধাতুর দুল পরুন।
ধনু ও মীনরাশি
এই দুই রাশির শুভ ধাতু হল সোনা এবং পিতল। কারণ এই দুই রাশির অধিপতি বৃহস্পতি। এই দুই রাশির জন্যেও শুভ হল সোনা ও পিতল। প্রতি বৃহস্পতিবার পরুন এই ধাতুর দুল।
মকর ও কুম্ভ রাশি
স্যাফায়ার বা নীলকান্ত মণি, হিরে ও পান্না এই দুই রাশির জাতিকাদের জন্য শুভ। এই রাশির অধিপতি শনি। সপ্তাহের প্রতি শনিবার এই রত্ন বসানো যে কোনও ধাতুর দুল পরুন এই দুই রাশির জাতিকারা।
