TRENDING:

Perfect Gemstones Based On Zodiac Signs: রাশি অনুযায়ী সপ্তাহের এই দিনে এই ধাতু ও রত্নের তৈরি দুল পরুন মহিলারা! তুঙ্গে উঠবে বৃহস্পতি! জীবনে উপচে পড়বে ধনসম্পদ

Last Updated:

Perfect Gemstones Based On Zodiac Signs: সাজের পাশাপাশি দুলের জ্যোতিষ প্রয়োগও আছে। যে ধাতু বা রত্ন দিয়ে দুল তৈরি, তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব পড়ে জীবনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিলাদের সাজসজ্জাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কানের দুলের। পোশাকের সঙ্গে মানানসই করে পরলে গ্ল্যাম কোশেন্ট বাড়িয়ে দেয় কানের দুলজোড়া। সাজের পাশাপাশি দুলের জ্যোতিষ প্রয়োগও আছে। যে ধাতু বা রত্ন দিয়ে দুল তৈরি, তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব পড়ে জীবনে। তাই জন্মরাশির সঙ্গে মিলিয়ে পরতে হবে দুল। বলছেন শ্রী কল্লাজী বেদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় তিওয়ারি।
advertisement

মেষ রাশি

এই রাশির জাতিকারা সোনা বা তামার উপর পাথর বসানো দুল পরুন। এই বিশেষ দুল পরুন মঙ্গলবার। কারণ এই রাশির অধিপতি মঙ্গল।

বৃষ রাশি

এই রাশি মহিলারা রুপোর দুল পরুন। হিরে বসানো রুপোর দুলও শুভ। শুক্রবার এই দুল পরলে সবথেকে সেরা ফল লাভ করা যাবে। এই রাশির অধিপতি শুক্র। শুভ ধাতু রুপো এবং পবিত্র রত্ন হল হিরে।

advertisement

মিথুন ও কন্যা রাশি

এই রাশির অধিপতি বুধ। পবিত্র ধাতু ব্রোঞ্জ। সক্রিয় রত্নরাশি হল পান্না। সপ্তাহের বুধবার এই দুল তাঁদের পরতে হবে। পান্না বসানো ব্রোঞ্জের দুল তাঁদের জন্য শুভ। কন্যারাশির জন্যও এই একই নিয়ম প্রযোজ্য।

কর্কট রাশি

advertisement

পবিত্র ধাতু হল রুপো। শুভ রত্ন মুক্তো। সোমবার যদি মুক্তো বসানো রুপোর গয়না পরা যায়, তাহলে শুভ এই রাশির জাতিকাদের জন্য। সোনা, পিতলের গয়নাও তাঁদের জন্য শুভ। রাশির অধিপতি হল চাঁদ।

সিংহ রাশি

এই রাশির অধিপতি সূর্য। সপ্তাহের রবিবার পিতল ও সোনার দুল তাঁদের পরতে হবে শুভ ফল পেতে। যদি চুনী বসানো থাকে দুলে, তাহলে আরও শুভ লাভ হবে।

advertisement

তুলা রাশি

এই রাশির অধিপতি শুক্র। প্রতি শুক্রবার পরুন রুপো এবং হিরের দুল। এতেই শুভ ফল লাভ করা যাবে বলে মনে করা হয়। রুপোর পাশাপাশি পরা যাবে সোনার দুলও।

আরও পড়ুন : ডিম খেলে কি ত্বকে ব্রণ হয়? জানুন পুষ্টিবিদের মত

বৃশ্চিক রাশি

advertisement

রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতিকাদের জন্য সোনা ও তামা শুভ। প্রতি সপ্তাহের মঙ্গলবার এই ধাতুর দুল পরুন।

ধনু ও মীনরাশি

এই দুই রাশির শুভ ধাতু হল সোনা এবং পিতল। কারণ এই দুই রাশির অধিপতি বৃহস্পতি। এই দুই রাশির জন্যেও শুভ হল সোনা ও পিতল। প্রতি বৃহস্পতিবার পরুন এই ধাতুর দুল।

মকর ও কুম্ভ রাশি

সেরা ভিডিও

আরও দেখুন
মাজী পরিবারের কুলো মা ডাকিনী মনসার পুজো ঘিরে গ্রামে উৎসবের আমেজ
আরও দেখুন

স্যাফায়ার বা নীলকান্ত মণি, হিরে ও পান্না এই দুই রাশির জাতিকাদের জন্য শুভ। এই রাশির অধিপতি শনি। সপ্তাহের প্রতি শনিবার এই রত্ন বসানো যে কোনও ধাতুর দুল পরুন এই দুই রাশির জাতিকারা।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Perfect Gemstones Based On Zodiac Signs: রাশি অনুযায়ী সপ্তাহের এই দিনে এই ধাতু ও রত্নের তৈরি দুল পরুন মহিলারা! তুঙ্গে উঠবে বৃহস্পতি! জীবনে উপচে পড়বে ধনসম্পদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল