TRENDING:

Paytm CEO Vijay Shekhar Sharma : ক্লাস টুয়েলভের পর এখনও পর্যন্ত মাত্র ২ টি বই পড়েছেন! পেটিএম মালিকের কথায় অবাক নেটিজেনরা

Last Updated:

Paytm CEO Vijay Shekhar Sharma: বিজয়শেখর শর্মা সম্প্রতি জানিয়েছেন তিনি ক্লাস টুয়েলভ পাশ করার পর এখনও পর্যন্ত জীবনে মাত্র ২টি বই পড়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বই পড়ার অভ্যাস মানুষের চরিত্রগঠনে বড় ভূমিকা নেয়৷ এই ধারণার বশবর্তী হয়ে অনেক সময়েই ধরে নেওয়া হয় যে জীবনে সফল ব্যক্তিত্বরা বহু বইপত্র পড়েছেন৷ তাঁদের বইপাঠের ব্যপ্তি হয়তো কাজের দুনিয়া ছাড়িয়ে বহু দূর বিস্তৃত৷ সেই প্রচলিত ধারণা চূর্ণ হয়ে গেল পেটিএম কর্ণধারের সাম্প্রতিক ট্যুইটে৷ সংস্থার প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মা সম্প্রতি জানিয়েছেন তিনি ক্লাস টুয়েলভ পাশ করার পর এখনও পর্যন্ত জীবনে মাত্র ২টি বই পড়েছেন৷ স্বীকার করেছেন বই পড়ার অভ্যাসে তিনি খুবই খারাপ৷ ক্লাস টুয়েলভ পাশ করার পর তিনি স্টিভ জোবস-এর জীবনী এবং আরও একটি বই ‘স্ট্রেট ফ্রম গাট’ পড়েছেন৷
প্রচলিত ধারণা চূর্ণ হয়ে গেল পেটিএম কর্ণধারের সাম্প্রতিক ট্যুইটে
প্রচলিত ধারণা চূর্ণ হয়ে গেল পেটিএম কর্ণধারের সাম্প্রতিক ট্যুইটে
advertisement

তাঁর কথায়, ‘‘আমি সত্যি খুব খারাপ বই পড়ার অভ্যাসে৷ সবে ৪৫ বছর বয়স হয়েছে আমার৷ এবং আমি ‘সাইকোলজি অব মানি’ বইটির কিছু অংশ পড়েছি মাত্র৷ সত্যি কথা বলতে কী, ক্লাস টুয়েলভের পর থেকে আমি কেবল দুটো বই সম্পূর্ণ পড়েছি৷ স্টিভ জোবসের জীবনী এবং ‘স্ট্রেট ফ্রম গাট’৷ অন্যদিকে, আমি যখন স্কুলে ছিলাম, দিদিদের বিএ এমএ ক্লাসের বই পড়তাম৷ যেগুলির সঙ্গে আমার বিষয়ের কোনও সম্পর্কই ছিল না৷’’ তিনি লিখেছেন ট্যুইটারে৷

advertisement

বিজয়শেখরকে বলা হয়েছিল এমন ১০ টি বইয়ের তালিকা দিতে যেগুলি যে কোনও মানুষের ৪৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই পড়ে ফেলা উচিত৷ তার উত্তরেই তিনি এ কথা জানিয়েছেন৷ ভাষাগত সমস্যাও তাঁর বইপড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এই ধনকুবের৷ জীবনে ইংরেজি বই অনেক পরেই পড়েছেন তিনি৷ তবে তাঁর আশা, আগামী দিনে ভাল ভাল বই পড়বেন৷

advertisement

তাঁর এই ট্যুইটে নেটিজেনরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন৷ বইপ্রেমীরা জানিয়েছেন, পাঠের অভ্যাস শুরু করার কোনও নির্দিষ্ট বয়স নেই৷ যে কোনও বয়সেই বই পড়ার অভ্যাস শুরু করা যায়৷ তাঁদের আশা ভবিষ্যতে বিজয়শেখর তাঁদের সঙ্গে বই পড়ার অভিজ্ঞতাও ভাগ করে নেবেন৷ অনেকে পড়ার জন্য বইয়ের নামও জানিয়েছেন তাঁকে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Paytm CEO Vijay Shekhar Sharma : ক্লাস টুয়েলভের পর এখনও পর্যন্ত মাত্র ২ টি বই পড়েছেন! পেটিএম মালিকের কথায় অবাক নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল