তাঁর কথায়, ‘‘আমি সত্যি খুব খারাপ বই পড়ার অভ্যাসে৷ সবে ৪৫ বছর বয়স হয়েছে আমার৷ এবং আমি ‘সাইকোলজি অব মানি’ বইটির কিছু অংশ পড়েছি মাত্র৷ সত্যি কথা বলতে কী, ক্লাস টুয়েলভের পর থেকে আমি কেবল দুটো বই সম্পূর্ণ পড়েছি৷ স্টিভ জোবসের জীবনী এবং ‘স্ট্রেট ফ্রম গাট’৷ অন্যদিকে, আমি যখন স্কুলে ছিলাম, দিদিদের বিএ এমএ ক্লাসের বই পড়তাম৷ যেগুলির সঙ্গে আমার বিষয়ের কোনও সম্পর্কই ছিল না৷’’ তিনি লিখেছেন ট্যুইটারে৷
advertisement
বিজয়শেখরকে বলা হয়েছিল এমন ১০ টি বইয়ের তালিকা দিতে যেগুলি যে কোনও মানুষের ৪৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই পড়ে ফেলা উচিত৷ তার উত্তরেই তিনি এ কথা জানিয়েছেন৷ ভাষাগত সমস্যাও তাঁর বইপড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এই ধনকুবের৷ জীবনে ইংরেজি বই অনেক পরেই পড়েছেন তিনি৷ তবে তাঁর আশা, আগামী দিনে ভাল ভাল বই পড়বেন৷
তাঁর এই ট্যুইটে নেটিজেনরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন৷ বইপ্রেমীরা জানিয়েছেন, পাঠের অভ্যাস শুরু করার কোনও নির্দিষ্ট বয়স নেই৷ যে কোনও বয়সেই বই পড়ার অভ্যাস শুরু করা যায়৷ তাঁদের আশা ভবিষ্যতে বিজয়শেখর তাঁদের সঙ্গে বই পড়ার অভিজ্ঞতাও ভাগ করে নেবেন৷ অনেকে পড়ার জন্য বইয়ের নামও জানিয়েছেন তাঁকে৷