TRENDING:

পুজোর ভিড়ে সোনা পরে ঘোরা নিরাপদ নয়, বরং সেজে উঠুন কাগজের গয়নায়

Last Updated:

Durga Puja Fashion 2022 : Paper Jewellery : বাইরে বেরনোর জন্য এগুলো নিরাপদ তো বটেই, সঙ্গে হালকাও। তাই অনেকক্ষণ পরে থাকলেও কষ্ট হবে না একচুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজোর শপিং লিস্টে জামা, জুতো তো থাকেই সঙ্গে থাকে গয়নাও। তাই দুর্গা পুজোর সময় (Durga Puja 2022) ডিসকাউন্টের ডালি সাজিয়ে বসে জুয়েলারির দোকানগুলোও। কিন্তু কথা হল, পুজোর চারদিন ব্যাপক ভিড়ের মধ্যে সোনার গয়না পরে ঘোরা কি আদৌ নিরাপদ! তাছাড়া সারারাত ধরে ঠাকুর দেখাও চলে। তখন? সোনার গয়না বরং অন্যান্য উৎসব বা অনুষ্ঠান বাড়ির জন্যই তোলা থাক। এবারের দুর্গা পুজোর সাজ হোক পেপার জুয়েলারিতে (Paper Jewellery)। বাইরে বেরনোর জন্য এগুলো নিরাপদ তো বটেই, সঙ্গে হালকাও। তাই অনেকক্ষণ পরে থাকলেও কষ্ট হবে না একচুল। তাছাড়া অন্য রকমের ফ্যাশনও হবে।
এবারের দুর্গা পুজোর সাজ হোক পেপার জুয়েলারিতে
এবারের দুর্গা পুজোর সাজ হোক পেপার জুয়েলারিতে
advertisement

পেপার জুয়েলারি কীভাবে তৈরি হয়: পেপার জুয়েলারি মানে কাগজের গয়না। এগুলো তৈরি করতে বিশেষ কিছু লাগে না। দরকার শুরু রঙিন কাগজ, আঠা এবং মোটা শিট কাগজ, ব্যস। এবার মনের মতো ডিজাইনের গয়না তৈরি করে নিলেই হল। কাগজ থেকে কানের দুল, ব্রেসলেট, আংটি, নেকলেস তৈরি করা যায়। দেখতে হয় অসাধারণ। আর নিজে তৈরির ঝামেলায় না গিয়ে বাজার থেকে কিনে নেওয়াও যায়। ২৫ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে অঢেল ডিজাইনের রঙবেরঙের পেপার জুয়েলারি বিক্রি হচ্ছে।

advertisement

পেপার জুয়েলারির সুবিধে: পরিবেশবান্ধব-পেপার জুয়েলারি তৈরি হয় কাগজ দিয়ে। সঙ্গে লাগে আঠা। এতে পরিবেশের কোনও ক্ষতি হয় না। এ বছরই কলকাতার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। পরিবেশবান্ধব পেপার জুয়েলারি ব্যবহার করে সেই মর্যাদাকে কয়েক কদম বাড়িয়ে নেওয়াটা তো কলকাতাবাসীর কর্তব্যের মধ্যেই পড়ে।

আরও পড়ুন : এই নিয়ম মানলেই পুজোয় যতই খান, বদহজম আপনাকে কাবু করতে পারবে না

advertisement

দাম কম- পুজোর বাজারে অঢেল কেনাকাটা করতে কে না চায়! কিন্তু পকেট ফ্যাক্টর। দামে না কুলোলে অপূর্ণ সাধ নিয়েই ফিরতে হবে। এদিক থেকে পেপার জুয়েলারির বিকল্প নেই। কাগজের তৈরি হওয়ায় দাম খুব কম। তাই অনেকেই এই গয়না খুব পছন্দ করেন। তাছাড়া কয়েকবার ব্যবহারের পর ফেলে দেওয়াও যায়। কেনা যায় নতুন ডিজাইনের নতুন গয়না।

advertisement

আরও পড়ুন :  ‘বিউটি স্লিপ’ নয়, পুজোয় নজরকাড়া সুন্দরী হয়ে উঠতে ঘুমোন এই নিয়ম মেনে

সেরা নকশা- কাগজ কেটে কিছু তৈরি করাকে বলে ওরিগ্যামি। কাগজ কেটে তাক লাগানো সব ডিজাইন তৈরি করা যায়। এও এক ধরনের শিল্প। সবচেয়ে বড় কথা, নিজের পছন্দ মতো ডিজাইনার কাগজের গয়না তৈরি করা যায়। তাই অন্যান্য ধাতুর গয়নার চেয়ে পেপার জুয়েলারির ডিজাইন অনেক বেশি সৃজনশীল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

অ্যালার্জি- অনেকেরই সংবেদনশীল ত্বক। ধাতুতে অ্যালার্জি থাকে। তাঁদের জন্য পেপার জুয়েলারি একেবারে আদর্শ। কাগজের গয়নাকে আকর্ষণীয় করতে ক্রিস্টাল, কুন্দন, পাথরের ব্যবহারও করা হয়। কাছ থেকে না দেখলে সোনার গয়নার সঙ্গে ফারাক করা মুশকিল।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর ভিড়ে সোনা পরে ঘোরা নিরাপদ নয়, বরং সেজে উঠুন কাগজের গয়নায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল