TRENDING:

Paddy Weed Problem: দেখতে হুবহু ধান গাছ...! এই 'আগাছা' ঘুম কেড়েছে জেলার ধান চাষিদের, কেন জানেন?  

Last Updated:

Paddy Weed Problem: নিড়ানি দিলেও এই ঘাসের গুঁড়ি মাটির নীচে থেকে যায়। এছাড়া আগাছানাশক স্প্রে করলেও আগাছা বিনাশ হয় না সঠিক ভাবে, উল্টে ধানের ক্ষতি হয় বেশ কিছুটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বছরের এই মরশুমে বেশ ভাল পরিমাণ আউশ ধান চাষ হয়। তবে বর্তমান সময়ে এক বিশেষ সমস্যা দুশ্চিন্তায় ফেলেছে জেলার বহু কৃষককে। এক বিশেষ ধরনের আগাছা ঘাসের বাড়বাড়ন্ত দেখতে পাওয়া যাচ্ছে চাষের জমিতে। আর এতেই চিন্তা বেড়ে উঠেছে অনেকটা। এতে ধান চাষের ফলন অনেকটাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে সঠিক কোন উপায়ে এই আগাছা দমন করা যাবে সেই নিয়েই চিন্তায় ঘুম উড়েছে চাষিদের।
advertisement

জেলার এক চাষি শঙ্কর বিশ্বাস জানান, “ধানের চারা রোপণের পর থেকেই এই আগাছা বেড়ে উঠেছে। সঠিক ভাবে নিড়ানি দেওয়া সত্ত্বেও পুনরায় ঘাস বেড়ে উঠছে বারবার। এই সময়ে পর্যাপ্ত শ্রমিক পাওয়া প্রায় দুষ্কর। যাঁদের পাওয়া যায় তাঁরাও প্রচুর টাকা মজুরি চেয়ে বসে। এই পরিস্থিতিতে এই আগাছা শ্যামা ঘাস বা মুথা ঘাস বেশ অনেকটাই চাপের মুখে ফেলেছে বহু কৃষককে। তাই এবারে ধানের ফলন কিছুটা হলেও ক্ষতির সমুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে অধিকাংশ চাষিদের মধ্যে।”

advertisement

আরও পড়ুন: লণ্ডভণ্ড করতে আসছে…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি তছনছ করবে দক্ষিণবঙ্গের ৩ জেলা, বুধ থেকে শুক্র কী হতে চলেছে? জানিয়ে দিল IMD

জেলার আরেক কৃষক অখিল কুমার সরকার জানান, “ধান খেতেই মুথা ঘাস, শ্যামা ঘাসের উপদ্রব দেখা দেয় বেশি পরিমাণ। এই দুই ঘাস ধানখেতের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ নিড়ানি দিলেও বেশিরভাগ ক্ষেত্রে এই ঘাসের গুঁড়ি মাটির নীচে থেকে যায়। এরপর দিন কয়েকের মধ্যে পুনরায় গজিয়ে ওঠে সেখান থেকে। ছোট অবস্থায় আগাছাটি দেখতে হুবহু ধান গাছের মতন মনে হয়। তাই সঠিক ভাবে নিড়ানি দেওয়াও যায় না। এছাড়া এই আগাছা অনেকটাই দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। তবে আগাছানাশক স্প্রে করলেও আগাছা বিনাশ হয় না সঠিক ভাবে, উল্টে ধানের ক্ষতি হয় বেশ কিছুটা।”

advertisement

View More

আরও পড়ুন: রুই মাছ প্রিয়? খেলে শরীরে কী হয় জানেন তো…! কী বলছে গবেষণা? আরেকবার মুখে তোলার আগে জানা মাস্ট!

কোচবিহারের এক কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, “পর্যাপ্ত পরিমানের চাইতে জমিতে জল কম রাখলে যাবে না। নাহলে এই আগাছা বারবার জন্মাবে। এছাড়া মাঝে মধ্যেই নিড়ানি দিতে হবে। তবে নিড়ানি দেওয়ার সময় নিখুঁত ভাবে দিতে হবে। তবেই এই সমস্যা মিটবে। না হলে সমস্যা বেড়ে উঠতে পারে।” তবে বর্তমান সময়ের এই সমস্যা নিয়ে ধান চাষিদের কপালে বেশ অনেকটাই চিন্তা দেখা দিয়েছে। বেশিরভাগ কৃষক এই আগাছা দমন করতে না পারায় দিশেহারা হয়ে রয়েছেন রীতিমত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Paddy Weed Problem: দেখতে হুবহু ধান গাছ...! এই 'আগাছা' ঘুম কেড়েছে জেলার ধান চাষিদের, কেন জানেন?  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল