সম্প্রতি এমনই এক ধাঁধাঁ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! প্রথমে ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই দেখে নেওয়া যাক। সাদা তুষারে আবৃত একটি জঙ্গলের দৃশ্য। যেদিকে তাকানো যায়, সেদিকেই শুধু বরফ আর বরফ। গাছের পাতা একটিও অবশিষ্ট নেই। ছোট-বড় সব গাছের ডাল ঢেকে গিয়েছে সাদা বরফে। তবে এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি ছোট্ট কুকুর। তাকেই ৭ সেকেন্ডে খুঁজে বার করতে হবে!
advertisement
তবে আগেই বলে দেওয়া ভাল যে, এই অপটিক্যাল ইলিউশন বেশ কঠিন। কারণ কুকুরটির আকার এতটাই ছোট যে, তা সহজে চোখে পড়বে না। ফলে অধিকাংশ মানুষ হয়তো কুকুরটিকে খুঁজে বার করতে পারবেন না। ১০০০ জনের মধ্যে মাত্র ১ জনই কুকুরটিকে খুঁজে বার করতে পেরেছেন।
তবে আমরা ছোট্ট ছোট্ট হিন্ট দিতে পারি। প্রথমে কুকুরটির লেজ খোঁজা যেতে পারে। এর পর একে একে মাথা, শরীর, মুখ খুঁজলে আশা করি পাওয়া যাবে তাকে। খুঁজে পেলে তো কথাই নেই! আর না পাওয়া গেলেও অসুবিধা নেই! আমরাই বলে দিচ্ছি সঠিক উত্তর। ছবিটির একেবারে মাঝবরাবর তাকানো যাক। বড় গাছগুলির মাঝেই রয়েছে কুকুরটি!