ওয়েলিংটন স্কোয়ারে ফুটপাথের ওপর চার ফুট বাই তিন ফুটের দোকান। বাবা ঠাকুরদার আমল থেকেই চলে আসছে। ঝালমুড়ির সঙ্গে এখন যোগ হয়েছে ফলের শরবৎ, লস্যি ও কোল্ডড্রিঙ্কস। এখন মুড়ির দোকান চালান দুই ভাই অরুণ ও জয়দীপ। দুজনেই স্নাতক। তবে চাকরিতে আগ্রহ নেই। বরং আধুনিক ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে ফুটপাথের এই ঝালমুড়ির দোকানকে আরও জনপ্রিয় করে তুলতে চান তারা। দুই ভাইয়ের এই দোকান থেকে কোনও কিছু কিনলে পেমেন্ট করা যাবে অনলাইনে। শুধু দরকার স্মার্ট ফোন। যা এখন সবার হাতে হাতেই ৷
advertisement
শপিং মল বা যে কোনও বড় শোরুমের সঙ্গে পাল্লা দিচ্ছে ফুটপাথের এই ঝালমুড়িতে অনলাইন পেমেন্ট? যা সত্যিই ভাবাচ্ছে বর্তমান প্রজন্মকে। ক্রেতারাও হতবাক, আবার সেই সঙ্গে খুশিও ঝালমুড়ি খেয়ে অনলাইন পেমেন্ট করতে পেরে।
হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা বিভিন্ন সাইট থেকে অনলাইন পারচেজ, এসব তো চলছেই। এবার অনলাইনে বিশেষ অ্যাপের মাধ্যমে ঝালমুড়ির পেমেন্ট। পথ দেখাল মধ্য কলকাতার এই দুই যুবক।