TRENDING:

Omicron symptoms: খেতে গিয়ে এই সমস্যা হচ্ছে না তো? সাবধান! হতে পারে তা ওমিক্রনের লক্ষণ

Last Updated:

Omicron symptoms: ওমিক্রনের দুটি লক্ষণের মধ্যে রয়েছে খিদে কমে যাওয়া এবং খেতে না চাওয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Omicron symptoms: বিগত কয়েক মাস ধরে সারা বিশ্বে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) আতঙ্ক গ্রাস করেছে। সাধারণত কোভিড ১৯-এর দ্বিতীয় প্রজাতি ডেল্টার (Delta) চেয়ে আলাদা ওমিক্রনে সর্দি-কাশির মতো হালকা উপসর্গ দেখা যায়। একইসঙ্গে কোভিড-১৯-এর সাধারণ উপসর্গগুলি ছাড়াও ওমিক্রনের কিছুটা আলাদা লক্ষণও দেখা যায় (Omicron symptoms) । মৃদু হলেও ওমিক্রন সনাক্তকরণের ক্ষেত্রে অনেক সময় মানুষের ভুল হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে ওমিক্রনে আক্রান্ত হলে সাধারণ উপসর্গ ছাড়াও আরও দুটি জটিলতা দেখা যায় (two new Omicron symptoms)৷
বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। রাজ্যে আপাতত করোনার দৈনিক সংক্রমণের হার রয়েছে ১৮.৫৯ শতাংশ, যা অনেকটাই বেশি। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৭০৪ জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন। (ছবি: প্রতীকী)
বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। রাজ্যে আপাতত করোনার দৈনিক সংক্রমণের হার রয়েছে ১৮.৫৯ শতাংশ, যা অনেকটাই বেশি। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৭০৪ জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন। (ছবি: প্রতীকী)
advertisement

বিশেষজ্ঞদের কী মত?

ব্রিটেনের জোয়ি কোভিড স্টাডির গবেষকদের মতে, ওমিক্রনে (Omicron) আক্রান্তদের মধ্যে ডায়রিয়া, পেটে ব্যথার মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণগুলি খুব বেশি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনে আরও কিছু আলাদা উপসর্গও রয়েছে (Omicron symptoms)। ওমিক্রনের দুটি লক্ষণের (two new Omicron symptoms) মধ্যে রয়েছে খিদে কমে যাওয়া এবং খেতে না চাওয়া। জোয়ি উপসর্গ স্টাডি অ্যাপ গত বছর কোভিডের একটি প্রাথমিক লক্ষণ হিসাবে খিদে কমে যাওয়াতে জোর দেয়। যদিও স্বল্প সময়ের জন্য খাবার না খেলে চিন্তিত হওয়ার তেমন কিছু নেই। আবার বয়স্কদের দীর্ঘদিন খিদে না পাওয়ার সমস্যায় ভুগলে অন্য কোনও গুরুতর অসুখও লুকিয়ে থাকতে পারে৷ সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, খিদে না পেলে জোর করে খাওয়ার প্রয়োজন নেই। তবে সংক্রমণের সঙ্গে লড়াই করার জন্য শরীরে জলের ঘাটতি হয় বলে খাবার না খেলেও তরল খেতে হবে।

advertisement

আরও পড়ুন - কমবে মেদ, পাবেন এনার্জি! এই কালো পানীয় রোজ একবার খেয়েই দেখুন না

আরও পড়ুন - ঠান্ডা না গরম জল? কোন স্নানে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম জানুন

কী প্রভাব পড়ে

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (NHS) এই দুটি উপসর্গের (Omicron symptoms) উল্লেখ করে বলেছে যে "অনেক মানুষের কোভিডে আক্রান্ত হলে এবং সুস্থ হওয়ার সময় খিদে কমে যায় এবং তারা খাবার কম খায়। অসুস্থ হওয়ার পর ক্লান্ত বোধ করা স্বাভাবিক এবং সেক্ষেত্রে সুস্থ হতে সময় লাগতে পারে।" স্বাস্থ্য সংস্থাটি এই ধরনের রোগীদের ওজন নজরে রাখতে এবং ওজন কমে যাওয়ার কোনও লক্ষণ দেখতে পেলে সতর্ক হতে পরামর্শ দিয়েছে।

advertisement

বচেয়ে সাধারণ লক্ষণ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উপরে উল্লিখিত দুটি উপসর্গ (two new Omicron symptoms) ছাড়াও গলা ব্যথা, গা-হাত-পায়ে ব্যথা, হালকা জ্বর, নাক দিয়ে জল পড়া এবং মাথা ব্যথা ওমিক্রনে (Omicron) সংক্রমণের সাধারণ উপসর্গ হতে পারে। কিছু ক্ষেত্রে রোগীর রাতে ঘাম এবং বমিভাব অনুভূত হয়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Omicron symptoms: খেতে গিয়ে এই সমস্যা হচ্ছে না তো? সাবধান! হতে পারে তা ওমিক্রনের লক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল