পুজোর ছুটি হোক অথবা অন্য কোনও ছুটিতে যখনই বাঙালিদের কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়, তখন প্রথম যে নামটি মাথায় আসে তা হল উত্তরবঙ্গের পাহাড়। গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই বেছে নেন মিরিক। বাঙালি থেকে শুরু করে অন্যান্য পর্যটকদের কাছে এই মিরিক যেন সেরা একটি ডেসটিনেশন। আবার সেরা সেই ডেসটিনেশনের আকর্ষণীয় একটি সেতু হল দুধিয়া লোহার সেতু। যে সেতু শুধু আকর্ষণীয়, নয় পাশাপাশি তা মিরিকের সঙ্গে যোগাযোগের মেরুদণ্ডও।
advertisement
আরও পড়ুন: আলিপুরদুয়ারে বৃষ্টিতে ফুলস্টপ, আবহাওয়া বিরাট বদল! দেখা মিলল অদ্ভুত দৃশ্যের! ঠাণ্ডা পড়ল বলে…
শনিবার রাতের বৃষ্টিতে যখন চারদিকে তাণ্ডবলীলা চলছে ঠিক সেই সময় জল বাড়ে বালাসনে। আর তখনই ওই ভেঙে যায় ওই লোহার সেতু। যে সেতুটি ভেঙে যাওয়ার ফলে ভেঙে পড়েছে মিরিকের সঙ্গে যোগাযোগ। আর এই সেতু এখন তৎপরতার সঙ্গে চলছে মেরামতির কাজ।
ভেঙে পড়া মিরিকের দুধিয়া লোহার সেতু
আরও পড়ুন: পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
তবে উল্লেখযোগ্য হবে এই ভাঙা সেতু দেখতে এখন বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। ভাঙা সেতু দেখতে কেউ শিলিগুড়ি, কেউ বাগডোগরা, আবার কেউ সিকিম থেকে এসে ভিড় জমাচ্ছেন। প্রকৃতির তাণ্ডবে ভেঙে যাওয়া সেতু দেখার পাশাপাশি সেখানে চলছে সেলফি, ছবি তোলা ও রিলস বানানোর হিড়িক। অন্যদিকে ভেঙ্গে যাওয়া লোহার এই সেতুকে ঘিরে যেভাবে পর্যটকদের ভিড় জমছে তাতে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সারাক্ষণ নজরদারি চালাচ্ছে পুলিশ।