TRENDING:

Darjeeling: পাহাড়ের বুক চিড়ে নামছে ঝর্ণা! গরম মোমোর সঙ্গে জমাটি আড্ডা, বর্ষার বিকেলে ঘুরে আসুন

Last Updated:

Darjeeling trip: ছুটির দিনে শহরের এই কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড়ি ঝর্ণার ধারে বসে পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে হলে এই জায়গাটি হতে চলেছে আপনার সেরা ঠিকানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উইকেন্ড হোক বা ছুটির দিন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে কার না মন চায়। তার ওপর ঘরের কাছে যদি কোন পাহাড়ে ঘেরা ডেস্টিনেশন হয় তাহলে তো কোনও কথাই নেই। ঠিক দার্জিলিং যাওয়ার পথে রোহিনির কাছেই প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এই জায়গাটি। পাহাড়ের এই শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটালে নিমিষেই আপনার মন ভাল হয়ে যাবে।
advertisement

শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে ঠিক রোহিণী চা বাগানের কাছেই রাস্তার ধারে প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এই রেস্টুরেন্ট। চারিদিকে সারি সারি পাহাড় আর তার মাঝ দিয়ে নিজ গতিতে ছুটে চলেছে পাহাড়ি ঝর্ণা আর সেই ঝর্ণার জলের ধারেই রয়েছে ছোট্ট ছোট্ট বসার জায়গা। প্রতিদিন প্রচুর পর্যটক কিছুটা সময় কাটাতে এখানে এসে থাকে।

advertisement

আরও পড়ুনঃ লোহার মতো শক্ত হাড়! অত্যন্ত সুস্বাদু এই খাবার হাড়ের জন্য ‘বেস্ট’, রোজ খান কিন্তু পরিমানে বেশি হলে বিরাট বিপদ

এ প্রসঙ্গে এখানে কর্মরত সৃষ্টিকা শর্মা জানান, প্রতিনিয়ত প্রচুর পর্যটক এখানে এসে থাকে এবং তারা এই পাহাড়ি ঝর্ণার জলের ধারে বসে খাবার খেতে পছন্দ করে। পাহাড়ে আসলে মোমো খেতে কেনা ভালবাসে তাই এখানে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায়। পাশাপাশি নেপালি খাবার সেকুয়া সকলেরই খুব পছন্দের।

advertisement

View More

আরও পড়ুনঃ ব্যালকনিতে দাঁড়ালে একফ্রেমে দার্জিলিং-সিকিম, গরম চা হাতে কাঞ্চনজঙ্ঘা দর্শন! পুজোয় ঘুরে আসুন

ছুটির দিনে শহরের এই কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড়ি ঝর্ণার ধারে বসে পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে হলে এই জায়গাটি হতে চলেছে আপনার সেরা ঠিকানা। এখানে এলে আপনি পাহাড়ি ঝর্ণার ধারে বসে বিভিন্ন লোকাল সুস্বাদু খাবারের মজা নিতে পারবেন পাশাপাশি থাকবে দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করার সুযোগ। এখানে ঘুরতে আসেন এক পর্যটক বলেন আমি প্রথমবার এখানে এসেছি এখানে এসে পাহাড় এবং ঝর্ণা দুটোকে একসঙ্গেএত কাছ থেকে পাবো তা ভাবিনি। জায়গাটি সত্যি অসাধারণ। পাহাড় মানেই আবেগ পাহাড় মানেই ভালবাসা, আর আপনি যদি পাহাড়প্রেমী হয়ে থাকেন এবং পাহাড়ে ঘেরা কোনও ডেস্টিনেশনে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে পাহাড় এবং ঝর্ণার মেলবন্ধনে গড়ে ওঠা এই জায়গা থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলমগ্ন দাসপুরের হাসপাতাল! ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ, জীবাণু! আতঙ্কে কাটছে দিন
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling: পাহাড়ের বুক চিড়ে নামছে ঝর্ণা! গরম মোমোর সঙ্গে জমাটি আড্ডা, বর্ষার বিকেলে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল