North Bengal Trip: ব্যালকনিতে দাঁড়ালে একফ্রেমে দার্জিলিং-সিকিম, গরম চা হাতে কাঞ্চনজঙ্ঘা দর্শন! পুজোয় ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
North Bengal Trip: চোখের সামনে দার্জিলিং সিকিমের পাহাড় থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা, সঙ্গে হেরিটেজ ল্যান্ড রোভারে চেপে সান্দাকফু যাত্রা, এ এক দারুণ অভিজ্ঞতা।
advertisement
*গরমের ছুটি হোক বা ঠান্ডার মরশুম, পাহাড় মানেই যেন এক অন্যরকম ভালবাসা। প্রত্যেক পাহাড় প্রেমী মানুষে ছুটি পেলেই ছুটে আসে পাহাড়ে। শান্ত শীতল আবহাওয়ায় যেন নিমিষেই মন ভরে যায়। রাতের অন্ধকারে টিমটিম করে জ্বলতে থাকা পাহাড়ি গ্রামের আলোগুলি যেন জোনাকির মত ধরা দেয়। চোখে আর পূর্ণিমার রাতে চাঁদের আলোয় মুড়ে থাকা পাহাড় যেন এক বাড়তি পাওনা। ফাইল ছবি।
advertisement
advertisement
*পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দকফুর নাম তো সকলেই শুনেছেন। আপনি যদি চান তাহলে এই গ্রামে থেকে আপনি সান্দাকফু ভ্রমণের স্বপ্ন পূরণ করতে পারবেন কারণ সান্দাকফুর পাদদেশে অবস্থিত এই গ্রামের হাতের নাগালেই রয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, যেই পথ ধরে আপনি হেরিটেজ ল্যান্ড রোভার অথবা পায়ে হেঁটে সান্দাকফু ভ্রমণের মজা নিতে পারবেন। ফাইল ছবি।
advertisement