কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয় । আজকালকার ভার্চুয়াল দুনিয়ায় দূরে থেকেও সম্ভব উৎসবের স্বাদ নেওয়া । তাই তো ভিডিও কলে ষষ্ঠীর বাতাসও লাগে জামাইয়ের গায়ে । উপহার চলে যায় অনলাইনে । জমকালো অর্ডারি খাবারও পৌঁছে যায় সময় মতো । সেই পদ্ধতিকেই আরও একটু সহজ করে তুলতে এগিয়ে এল ‘দ্য ইয়েলো টার্টেল’ । পি-৫৯৬, গোলপার্ক, হেমন্ত মূখার্জি সরণী, বালিগঞ্জের জনপ্রিয় চাইনিস রেস্তোরাঁ, THE YELLOW TURTLE নিয়ে এল জামাই ষষ্ঠী স্পেশ্যাল কম্বো প্যাক । তবে শুধু জামাইদের জন্য নয়, যে কেউ এই খাবার চেখে দেখতে পারেন । আজকের জন্যই এই অফারটি প্রযোজ্য ।
advertisement
দু’ধরনের কম্বো প্যাক রেখেছে ‘দ্য ইয়েলো টার্টেল’ । ভেজ ও নন-ভেজ । ভেজ কম্বোএবং নন-ভেজের দাম একই, ২৫০ টাকা । তবে রেস্তোরাঁ থেকে এসে সংগ্রহ করলে দাম পড়বে মাত্র ২০০ টাকা । এ বার দেখে নেওয়া যাক, কী কী থাকছে এতে ।
নন-ভেজ কম্বোতে পেয়ে যাবেন- হানি চিলি পোট্যাটো, চিলি ফিস, এগ ন্যুডলস অথবা রাইস এবং ভেজ কম্বোতে পাবেন- হানি চিলি পোট্যাটো, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ ন্যুডলস বা রাইস । তবে রেস্তোরাঁয় বসে খাওয়ার কোনও ব্যবস্থা থাকছে না । ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অথবা রেস্তোরাঁ থেকে সংগ্রহ করতে হবে খাবার ।