কিন্তু জানেন কি? অত্যাধিক সময় ডিস্কে কাটালে আপনার হতে পারে মানসিক রোগ ! ফিনল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসেছে এরকমই তথ্য ৷ যার থেকে চিকিৎসকরা সিদ্ধান্তে এসেছেন, ডিস্কের আওয়াজ থেকে হতে পারে মানসিক রোগ ৷
চিকিৎসকরা জানিয়েছেন, মানুষের ব্রেনের মধ্যে রয়েছে বেশ কিছু এমন নার্ভ যা কিনা বেশ সংবেদনশীল ৷ অতিরিক্ত আওয়াজে ক্ষতিগ্রস্ত হয় এই নার্ভ ৷ আর এই নার্ভ গুলি দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হতে হতেই মানসিক বিকার জন্মাতে পারে ৷
advertisement
শুধু আওয়াজেই নয়, গবেষণা থেকে সামনে এসেছে, ডিস্কে ব্যবহার হওয়া লাইটগুলো ত্বকের পক্ষেও ক্ষতিকারক ৷ লেজার লাইটের তলায় বেশিক্ষণ থাকার ফলে এমনকী হতে পারে স্কিন ক্যানসারও ৷
চিকিৎসকরা জানিয়েছেন, এর হাত থেকে বাঁচতে ডিস্কে যাওয়ার সময় কানের ভিতর অল্প করে তুলো গুঁজে নিতে পারেন৷ এর ফলে আওয়াজ কিছুটা হলেও কম কানে প্রবেশ করবে ৷