TRENDING:

Anant Ambani wedding: পুত্র অনন্তের বরযাত্রীতে নীতা যে পিচ রঙের ঘাগরাটি পরেছিলেন সেটি বুনতে কত সময় লেগেছে জানেন?

Last Updated:

চোখ ধাঁধানো বিশেষ এই পোশাক নীতা আম্বানির রাজকীয় আভায় যেন আলাদাই মাত্রা যোগ করেছিল। ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা দুর্ধর্ষ কিছু ছবি শেয়ার করেছিলেন। নীতাকে ঘাগরাটি পরিয়েছেন প্রখ্যাত ড্রেপিং শিল্পী ডলি জৈন। এই বিশেষ ঘাগরাটির সঙ্গে নীতা নিয়েছিলেন প্যাস্টেল শেডের একটি ঐতিহ্যবাহী রণঘাট দোপাট্টাও। নীতা কেশসজ্জার দায়িত্বে ছিলেন হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ১২ জুলাই ধুমধাম করে বিয়ে হল অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের। আম্বানিদের বিকেসির বিয়েবাড়িতে একে একে উদয় হয়েছিলেন নিমন্ত্রিত তারকারা। তাঁদের সাজপোশাকের জৌলুসও ছিল চমকপ্রদ। বরকনের বেশে ভক্তদের মন ভরিয়েছেন অনন্ত-রাধিকা। তবে মুকেশপত্নী নীতা আম্বানিই কেড়ে নিলেন স্পটলাইট। ভারতীয় কারুশিল্প এবং ঐতিহ্যের পৃষ্ঠপোষকতার প্রসঙ্গ উঠলে অনায়াসে আইকন হতে পারেন নীতা। পুত্র অনন্তর ‘বরাত’ বা বরযাত্রীতে যাওয়ার জন্য নীতা সেজেছিলেন পিচ রঙের এক স্নিগ্ধ অথচ জমকালো ঘাগড়ায়। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা রণঘাট ঘাগরা সেটি।
পুত্র অনন্তের বিয়েতে নীতা আম্বানি
পুত্র অনন্তের বিয়েতে নীতা আম্বানি
advertisement

অপরূপ সাজে ছেলের বিয়েতে তারাদের ভিড়ে মধ্যমণি হলেন মা নীতা।

ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা কিছু ছবি শেয়ার করেছিলেন। ভারতীয় শিল্পীদের অতুল্য প্রতিভাকে উদযাপন করার বিষয়ে নীতা আম্বানির বিশেষ যত্ন । সেই সঙ্গে তিনি সারা বিশ্বের দরবারে তুলে ধরলেন দেশের সাংস্কৃতিক উত্তরাধিকারকেও।

ভারত এবং ভারতীয় কারুশিল্পকে গোটা বিশ্বের স্টাইল স্টেটমেন্ট করে তুলেছেন নীতা। পুপিচ রঙা সিল্ক ঘাগরায় পিচ রঙের সঙ্গে ভিন্টেজ ব্রোঞ্জ, ব্লাশিং পিঙ্ক এবং পেস্তা সবুজের মতো রঙেরও মিশেল ঘটেছিল। এই ঘাগরার সঙ্গে নীতা পরেছিলেন একটি সূক্ষ্ম নেটের ব্লাউজ। যার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সিলভার জারদৌসির সঙ্গে সোনার জড়ির কাজ। সেই সঙ্গে নীতার পোশাকে এক রাজকীয়তা এনে দিয়েছে সোয়ারভ্স্কি ক্রিস্টাল।

advertisement

এই বিশেষ পোশাকটি প্রায় ৪০ দিনেরও বেশি সময় ধরে হাতে বুনেছেন দেশের অন্যতম সেরা ডিজাইনার বিজয় কুমার এবং মণিকা মৌর্য।

নীতাকে ঘাগরাটি পরিয়েছেন প্রখ্যাত ড্রেপিং শিল্পী ডলি জৈন। এই বিশেষ ঘাগরাটির সঙ্গে নীতা নিয়েছিলেন প্যাস্টেল শেডের একটি ঐতিহ্যবাহী রণঘাট দোপাট্টাও। নীতা কেশসজ্জার দায়িত্বে ছিলেন হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর। একটি ছিমছাম অথচ চটকদার খোঁপা বেঁধে দিয়েছিলেন তিনি। আর সেই খোঁপায় সাজিয়ে দিয়েছিলেন টাটকা ফুলও। সঙ্গে হালকা-ছিমছাম অথচ নিখুঁত সুন্দর মেক-আপ। এর দায়িত্বে ছিলেন তনভি চেম্বুরকর।

advertisement

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ‘রেসপ্লেনডেন্টলি ইন্ডিয়ান’। যার অর্থ হল, জমকালো ভারতীয় পোশাক। এই বিয়ে অবিস্মরণীয় হয়ে উঠেছে। কারণ এই অনুষ্ঠানে সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে। বিবাহ অনুষ্ঠান শুরু হওয়ার আগে পরিবার তথা মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, ইশা আম্বানি, আনন্দ পিরামল, আকাশ আম্বানি এবং শ্লোকা আম্বানিকে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন নীতা। পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছেন।

advertisement

আরও পড়ুন- বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় রিকশা চড়ে চলছেন কিম কারদাশিয়ান! দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়া তারকাদের পরনেও ছিল ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। যা হয়ে উঠেছে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন। আসর মাতিয়েছিলে গোটা বলিউড! সঙ্গে হলিউড শিল্পীরাও। কে ছিলেন না অতিথির তালিকায়! প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ক্লোয়ি কার্দাশিয়ান, রাম চরণ, জন সিনা, রেমা, জ্যাকি শ্রফ, শাহরুখ খান, গৌরি খান, অমিতাভ বচ্চন, রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, অর্জুন কাপুর, খুশি কাপুর, সারা আলি খান প্রমুখরা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anant Ambani wedding: পুত্র অনন্তের বরযাত্রীতে নীতা যে পিচ রঙের ঘাগরাটি পরেছিলেন সেটি বুনতে কত সময় লেগেছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল