স্মার্ট মোবাইলের যুগে প্রেমও এখন হেব্বি স্মার্ট ৷ তাই তো প্রেমকে নতুন মোড়কে নিয়ে আসতে মোবাইলে ডেটিং অ্যাপ ৷ ভাবছেন এটা তো পুরনো খবর ৷ গুগলবাজারে ঘুরলে, এরকম অ্যাপের দেখা রোজ মেলে, তাতে নতুন কী আর! গপ্পোটা হল, এতদিন প্রেম খুঁজেছেন মুখ দেখে, হবি মেপে ৷ আর এবার প্রেম খুঁজতে আপনার রাশিই করবে হেল্প! ব্যাপারটা কি?
advertisement
আসুন খোলসা করি, বাজারে এসেছে নতুন এক অ্যাপ ৷ ‘অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ’৷ যার গুণেই আপনি নাকি পেয়ে যেতে পারেন আপনার ‘সোল মেট’৷ অ্যাপের মধ্যে চুপটি করে বসে আছেন এক জ্যোতিষী ৷ সেই জ্যোতিষীই আপনার জন্মদিন, বয়স, গ্রহ-নক্ষত্র মেপেজুকে তৈরি করে দেবে আপনার প্রোফাইল ৷ তারপরই খোঁজ শুরু ৷ আপনার রাশির সঙ্গে যে রাশির হেব্বি মিল, সেই প্রোফাইলে গিয়েই আটকাবে জ্যোতিষীর হাত ৷ ব্যস, জুটিকে মিলিয়ে দিয়ে জ্যোতিষীর কাজ শেষ ৷ তারপর পুরোটাই আপনার ৷ অ্যাপে রয়েছে চ্যাট করার সুবিধাও ৷
থামুন! অ্যাপটি ডাউনলোড করার আগে জেনে নিন, এই অ্যাপে কিন্তু ম্যাচ করা ব্যক্তির মুখ দেখা মানা ৷ পুরো কাব্যটিই ঘটবে ব্লাইন্ড ডেটের ফমুর্লায় ৷ রাশি ম্যাচ হলেও, বাহ্যিক সৌন্দর্যটা থাকবে গোপনেই ৷ অ্যাপে রয়েছে চ্যাট করার সুবিধাও ৷ তাহলে আর দেরি কেন, মেঘলা শহুরে আকাশ, হালকা ঠান্ডা হাওয়া, আপনার হাতে মোবাইল ৷ রাশি মেলান আর মিলন ঘটুক মনের ৷ অল দ্য বেস্ট ৷