আরও পড়ুন- ভালোবাসা জমুক ভালো'বাসা'য়! রইল চটজলদি ঘরের ভোল বদলের টিপস
সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে (Sarojini Naidu Birth Anniversary) জাতীয় মহিলা দিবস (National Women's Day 2022)
ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গভীর ছাপ ফেলে ছিল সরোজিনী নাইডুর লেখা কবিতাগুলি। তবে শুধু এই কবিতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সরজিনী। রোম্যান্স এবং শিশুদের কবিতার মতো সেই সময়ে তথাকথিত কম গুরুত্বপূর্ণ দিকেও নিজের লেখনীর শক্তি পরীক্ষা করেছিলেন তিনি। প্রতি বছর, ১৩ ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী স্মরণে জাতীয় মহিলা দিবস (National Women's Day 2022) পালিত হয়।
advertisement
আরও পড়ুন- কোথাও চাবুক মেরে যৌনতা, কোথাও বসকে চকলেট উপহার! দেখুন ভ্যালেন্টাইন্স ডে'র রকমফের
সাহিত্যিক সরোজিনী নাইডু ছিলেন উত্তর প্রদেশের প্রথম মহিলা গভর্নর। সেই সময় ইউনাইটেড প্রদেশ নামে পরিচিত ছিল এই রাজ্য। বুদ্ধিজীবী এবং পণ্ডিত সরোজিনী প্রথম মহিলা হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও (National Women's Day 2022) নির্বাচিত হয়েছিলেন।
১৯৪২ সালে মহাত্মা গান্ধির ভারত ছাড়ো আন্দোলনের সময় সরোজিনী নাইডুকেও ব্রিটিশ সরকার গ্রেফতার করে জেলে পাঠায়। ২১ মাস কারারুদ্ধ করে রাখা হয় সরোজিনীকে।