TRENDING:

National Women's Day 2022: সরোজিনী নাইডুর জন্মজয়ন্তীতে আজ দেশজুড়ে পালিত জাতীয় মহিলা দিবস

Last Updated:

First Lady Governor of UP: সাহিত্যিক সরোজিনী নাইডু ছিলেন উত্তর প্রদেশের প্রথম মহিলা গভর্নর। বুদ্ধিজীবী এবং পণ্ডিত সরোজিনী প্রথম মহিলা হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিপ্লবের জন্ম হয় চেতনায়। বিপ্লবকে ঘটমান করে তোলে কর্মসূচি। ভারতে এই বিপ্লবের জন্ম হয়েছিল যাদের চেতনার স্ফুলিঙ্গে, তাঁদেরই অন্যতম সরোজিনী নাইডু (Sarojini Naidu)। নিজের বিচক্ষণতা এবং বক্তব্য দিয়ে দেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন সরোজিনী। ১৮৯৭ সালের ১৩ ফেব্রুয়ারি (Sarojini Naidu Birth Anniversary) সরোজিনী চট্টোপাধ্যায় হিসাবে জন্মগ্রহণ করেন তিনি। একজন রাজনৈতিক নেতা এবং কবি হিসেবে চিরকালই নারীর অধিকার (National Women's Day 2022) এবং নাগরিক অধিকারের জন্য দৃঢ়চেতা হয়ে লড়াই করেছেন ‘ভারতের নাইটিঙ্গেল’ সরোজিনী।
advertisement

আরও পড়ুন- ভালোবাসা জমুক ভালো'বাসা'য়! রইল চটজলদি ঘরের ভোল বদলের টিপস

সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে (Sarojini Naidu Birth Anniversary) জাতীয় মহিলা দিবস (National Women's Day 2022)

ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গভীর ছাপ ফেলে ছিল সরোজিনী নাইডুর লেখা কবিতাগুলি। তবে শুধু এই কবিতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সরজিনী। রোম্যান্স এবং শিশুদের কবিতার মতো সেই সময়ে তথাকথিত কম গুরুত্বপূর্ণ দিকেও নিজের লেখনীর শক্তি পরীক্ষা করেছিলেন তিনি। প্রতি বছর, ১৩ ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী স্মরণে জাতীয় মহিলা দিবস (National Women's Day 2022) পালিত হয়।

advertisement

আরও পড়ুন- কোথাও চাবুক মেরে যৌনতা, কোথাও বসকে চকলেট উপহার! দেখুন ভ্যালেন্টাইন্স ডে'র রকমফের

সাহিত্যিক সরোজিনী নাইডু ছিলেন উত্তর প্রদেশের প্রথম মহিলা গভর্নর। সেই সময় ইউনাইটেড প্রদেশ নামে পরিচিত ছিল এই রাজ্য। বুদ্ধিজীবী এবং পণ্ডিত সরোজিনী প্রথম মহিলা হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও (National Women's Day 2022) নির্বাচিত হয়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

১৯৪২ সালে মহাত্মা গান্ধির ভারত ছাড়ো আন্দোলনের সময় সরোজিনী নাইডুকেও ব্রিটিশ সরকার গ্রেফতার করে জেলে পাঠায়। ২১ মাস কারারুদ্ধ করে রাখা হয় সরোজিনীকে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
National Women's Day 2022: সরোজিনী নাইডুর জন্মজয়ন্তীতে আজ দেশজুড়ে পালিত জাতীয় মহিলা দিবস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল