আরও পড়ুন :‘মানিকে মাগে হিঠে’, নেটদুনিয়া কাঁপানো গানের ফ্যান বিগ বি থেকে পরিণীতি চোপড়া!
ভাইরাল সিংহলী গানকে নয়া রূপে পেশ করেছেন ইন্টারনেট সেনসেশন দুই বোন অন্তরা ও অঙ্কিতা নন্দী। মানিকে মাগে হিঠে-এর ট্রেন্ডে গা ভাসিয়ে দুই জনপ্রিয় গানকে মিলিয়ে একটি ম্যাশ আপ তৈরি করেছেন নন্দী বোনেরা (Viral Song| Nandi Sisters)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়েছে এই ম্যাশ আপ সং।
advertisement
এরই মধ্যে বাংলা থেকে ভোজপুরী ভার্সন বেরিয়ে পড়েছে সিংহলি গানের। জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং Youtuber যশরাজ মুখাটে থেকে বাংলাদেশের ভাইরাল হিরো আলমও গেয়ে ফেলেছেন মানিকে মাগে হিঠে-এর নয়া ভার্সন। আবার দুর্গাপুজোর থিম সং হিসেবেও এবার পাওয়া যেতে চলেছে এই বিদেশী সুর। তারই মাঝে নন্দী সিস্টার্সের (Viral Song| Nandi Sisters) এই ম্যাশআপ আলাদা করে মন কেড়েছে নেটদুনিয়ার।
কাপ সং থেকে ব্যালকনি কনসার্টে নেটিজেনদের মন জিতে নেওয়া অসমের দুই মেয়ের নিজস্বতা জনপ্রিয় এই গানকে দিয়েছে নতুন রূপ। যদিও নন্দী সিস্টার্সের সিগনেচার উকুলেলেতেই তাঁরা সুর তুলেছে মানিকে সঙ্গে রাউডি বেবির এই মিশেলে। এখনও অবধি ১৭টি ভাষায় গান গেয়েছেন অন্তরা ও অঙ্কিতা নন্দী। সেই তালিকায় এবার জুড়ল সিংহলি ভাষাও। দক্ষিণী ভাষায় গান অবশ্য এর আগেও শোনা গিয়েছে Nandy Sisters-এর গলায়। আর প্রতিবারেরও মতো এবারেও নন্দী সিস্টার্সের কনর্সাট সুপারহিট।
কয়েক মাসে সকলের মোবাইলেই উঁকিঝুঁকি মারছেন সিংহলি র্যাপ-পপ গায়িকা ইয়োহানি ডি-সিলভা। সৌজন্যে গত বছর সাথিশান রত্নায়েকের গাওয়া এই প্রেমের গানে তাঁর স্বতন্ত্র গায়কীর ছোঁয়া। ডুলান এআরএক্সের লেখা গানটি জনপ্রিয় হয়েছিল ২০২০-তেই। সেই গানই নিজস্ব ঢঙে গাওয়ার পর তার নয়া রূপ গত ২২ মে ইয়োহানি ইউটিউবে আপলোড করেন। তার পরেই জনপ্রিয়তার শিখর ছোঁয় ইয়োহানির এই গান।