১২ ফুট চওড়া এবং ২ ফুট উঁচু কাঁচা মাটি দিয়ে পাহাড় প্রমাণ বিশাল আকার মূর্তি মাটিতে শায়িত অবস্থায় তৈরি করা হয় পয়লা বৈশাখের সকাল থেকেই। তারপর দৈত্যাকার সেই মূর্তিতে মুণ্ডহীন অবস্থায় থাকে দুই হাত, রক্তমাখা দাঁত, রক্তে রাঙা জিহবা , কালো মাটির শরীরে সবকিছুই ভয়ানক।
আরও পড়ুন : তেষ্টায় গলা ফুটিফাটা কিন্তু হাতের কাছে জল নেই? গলায় ঢালুন এইগুলি…মিটবে পিপাসা, পাবেন পুষ্টি
advertisement
এই পুজো অনুষ্ঠিত হয় নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া তালতলা গ্রামে। জানা যায় প্রায় ৫৪ বছর ধরে পুজিত হয়ে আসছে এই পুজো। সন্ন্যাসী দেবব্রত বসাক বলেন , প্রতিমা তৈরি করতে কোনও মৃৎশিল্পীর প্রয়োজন হয় না ,আমরা সকল সন্ন্যাসীরা মিলেই কাঁচা মাটি ও রং দিয়ে তৈরি করি। প্রায় আমরা দেড়শো জন সন্ন্যাসী রয়েছি গ্রাম-সহ পার্শ্ববর্তী গ্রাম মিলে। স্থানীয় বাসিন্দা নিখিল সরকার বলেন আমরা যেমন দুর্গাপূজা, কালীপুজো উৎসবে মেতে থাকি, ঠিক একইভাবে এই পুজোকে ঘিরে গ্রাম-সহ বিভিন্ন দূর দুরন্ত মানুষ এইদিন ভূতপুজোতে মেতে থাকেন। প্রতি বছর অপেক্ষা করে থাকেন গ্রামবাসীরা এই পুজোর জন্য ।